হোম অফিস ইউকে অভিবাসন ও জাতীয়তা সংক্রান্ত নতুন ফি তালিকা প্রকাশ করেছে, যা ৯ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে।
প্রত্যাশিতভাবেই, বিভিন্ন ক্যাটাগরিতে ফি বাড়ানো হয়েছে, যার মধ্যে রয়েছে কাজের ভিসা, পড়াশোনার ভিসা, ভ্রমণ ভিসা, ব্রিটিশ নাগরিকত্বের আবেদন ফি এবং নিয়োগদাতাদের জন্য স্পনসরশিপ ফি। নিচে প্রতিটি ক্যাটাগরির মূল ফি বৃদ্ধির সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো।
কাজের ভিসার ফি বৃদ্ধিঃ
৯ এপ্রিল ২০২৫ থেকে ইউকের বিভিন্ন কাজের ভিসার জন্য আবেদন ফি বৃদ্ধি পাবে। স্কিলড ওয়ার্কার ভিসার ক্ষেত্রে, ৩ বছরের কম মেয়াদের জন্য ফি বাড়িয়ে £৭৬৯ করা হয়েছে, আর ৩ বছরের বেশি মেয়াদের জন্য ফি £১,৫১৯ নির্ধারণ করা হয়েছে। ইমিগ্রেশন স্যালারি তালিকায় থাকা চাকরিগুলোর জন্য স্কিলড ওয়ার্কার ভিসার ফিও বাড়ানো হয়েছে।
হেলথ ও কেয়ার ওয়ার্কারদের জন্য ৩ বছরের কম মেয়াদের ভিসার ফি £৩০৪ এবং ৩ বছরের বেশি মেয়াদের জন্য £৫৯০ করা হয়েছে।
সিনিয়র বা স্পেশালিস্ট ওয়ার্কার (GBM) ভিসার ক্ষেত্রেও ফি বৃদ্ধি করা হয়েছে। ৩ বছরের কম মেয়াদের জন্য নতুন ফি £৭৬৯ এবং ৩ বছরের বেশি হলে £১,৫১৯ নির্ধারণ করা হয়েছে।
গ্র্যাজুয়েট ট্রেইনি, ইউকে এক্সপানশন ওয়ার্কার, সার্ভিস সাপ্লায়ার, সেকেন্ডমেন্ট ওয়ার্কার এবং টেম্পোরারি ওয়ার্কার ভিসাগুলোর জন্য ফিও বেড়েছে। স্কেল-আপ ওয়ার্কার এবং ইনোভেটর ফাউন্ডার ভিসার ফিও বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, উপরের ফিগুলো ইউকের বাইরে থেকে করা কাজের ভিসা আবেদনের জন্য প্রযোজ্য। ইউকের অভ্যন্তরে আবেদনকারীদের ক্ষেত্রেও নতুন ফি কাঠামো কার্যকর হবে।
স্টুডেন্ট ভিসার ফি বৃদ্ধিঃ
স্টুডেন্ট ভিসার ফি বাড়িয়ে £৫২৪ করা হয়েছে, যা আগে ছিল £৪৯০। চাইল্ড স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও একই ফি নির্ধারণ করা হয়েছে।
ইংরেজি ভাষার স্বল্পমেয়াদি কোর্সের জন্য স্টাডি ভিসার ফি বৃদ্ধি পেয়ে £২১৪ হয়েছে।
ভিজিট ভিসার ফি বৃদ্ধিঃ
বিদেশি নাগরিকদের ইউকে ভ্রমণের জন্য হোম অফিস ভিজিট ভিসার ফি বাড়িয়েছে।
৬ মাসের ভিজিট ভিসার ফি এখন থেকে £১২৭ হবে, যা আগে ছিল £১১৫। ২ বছরের জন্য ভিজিট ভিসার ফি £৪৭৫ করা হয়েছে। ৫ বছরের জন্য ভিজিট ভিসার ফি বেড়ে £৮৪৮ এবং ১০ বছরের জন্য £১,০৫৯ হয়েছে।
এছাড়া, নতুন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) স্কিমের ফি £১৬ নির্ধারণ করা হয়েছে।
সেটেলমেন্ট ও ব্রিটিশ নাগরিকত্বের ফি বৃদ্ধিঃ
যারা ইনডেফিনিট লিভ টু রিমেইন (ILR) বা ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করবেন, তাদের জন্যও ফি বৃদ্ধি করা হয়েছে। ILR আবেদনের ফি এখন থেকে £৩,০২৯ নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল £২,৮৮৫।
ন্যাচারালাইজেশন বা ব্রিটিশ নাগরিকত্বের আবেদনের ফি বেড়ে £১,৬০৫ হয়েছে। ব্রিটিশ ওভারসিজ টেরিটরি সিটিজেনদের জন্য ন্যাচারালাইজেশন ফি £১,০৭০ করা হয়েছে।
ব্রিটিশ নাগরিকত্বের জন্য প্রাপ্তবয়স্কদের ন্যাশনালিটি রেজিস্ট্রেশন ফি বেড়ে £১,৪৪৬ হয়েছে এবং অন্যান্য ব্রিটিশ ওভারসিজ নাগরিকদের রেজিস্ট্রেশন ফিও বৃদ্ধি পেয়েছে।
স্পনসরশিপ ফি বৃদ্ধিঃ
বিদেশি কর্মী বা শিক্ষার্থী স্পনসর করতে ইচ্ছুক নিয়োগদাতা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্যও স্পনসরশিপ ফি বাড়ানো হয়েছে।
বড় প্রতিষ্ঠানগুলোর জন্য ওয়ার্কার স্পনসর লাইসেন্সের ফি £১,৫৭৯ নির্ধারণ করা হয়েছে এবং ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য £৫৭৪ করা হয়েছে।
টেম্পোরারি ওয়ার্কার স্পনসর লাইসেন্স, স্টুডেন্ট স্পনসর লাইসেন্স এবং স্টুডেন্ট স্পনসর বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্টের ফিও বেড়েছে।
সার্টিফিকেট অফ স্পনসরশিপ (CoS) ফি, যা নিয়োগদাতাদের কর্মী স্পনসর করতে প্রয়োজন হয়, সেটিও বৃদ্ধি পেয়েছে। স্কিলড ওয়ার্কার ও GBM সিনিয়র বা স্পেশালিস্ট ওয়ার্কারদের জন্য CoS ফি £৫২৫ করা হয়েছে এবং টেম্পোরারি ওয়ার্কারদের জন্য এটি £৫৫ নির্ধারণ করা হয়েছে।
স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডি (CAS) ফিও এখন থেকে £৫৫ হবে।
প্রিমিয়াম পরিষেবাগুলো অপরিবর্তিতঃ
হোম অফিস কিছু প্রিমিয়াম পরিষেবা প্রদান করে, যা অতিরিক্ত ফি দিয়ে দ্রুত সিদ্ধান্ত পাওয়ার সুবিধা দেয়। তবে, এপ্রিল ২০২৫-এ এই পরিষেবাগুলোর ফি পরিবর্তন করা হয়নি।
বিস্তারিত তথ্য জানতেঃ
প্রতি ক্যাটাগরির নতুন ফি তালিকা http://GOV.UK ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নতুন ইউকে অভিবাসন ফি সম্পর্কে আরও বিস্তারিত জানতে সরকারি ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে।
সূত্রঃ স্মিথ স্টোন ওয়াল্টার
এম.কে
২৬ মার্চ ২০২৫