4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ইউক্রেনকে সাহায্যের হাত বাড়ালেন ইলন মাস্ক

ইউক্রেন দখল করতে রাশিয়া হামলা শুরু করতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছিল সেদেশে। এই আবহে ইউক্রেনের উপ-রাষ্ট্রপতি মিখাইল ফেদরোভে টুইটার পোস্টে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে এবার সাহায্যে এগিয়ে এলেন ইলন মাস্ক। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জানান, তাঁর সংস্থা স্পেস এক্স-এর স্টারলিঙ্ক স্যাটেলাইট যুদ্ধ বিধ্বস্ত এই দেশে ইন্টারনেট পরিষেবা প্রদান করবে।

 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইলন মাস্ককে ট্যাগ করে টুইটে ফেদরোভের বলেন, ‘আপনি যখন মঙ্গল গ্রহের নিজের উপনিবেশ স্থাপন করছেন, রাশিয়া তখন ইউক্রেন দখলের নেশায় মত্ত। আপনার রকেট যখন সফলভাবে মহাশূন্যে অবতরণ করছে, রাশিয়ার রকেট তখন ইউক্রেনের সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।’

 

‘আপনার কাছে আমাদের উদাত্ত আহ্বান, স্পেস-এক্সের স্টারলিংক স্টেশন আমাদের জন্য উন্মুক্ত করে দিন। রাশিয়ার উন্মত্ততার বিপক্ষে দাঁড়ান।’

 

রুশ সামরিক অভিযানের পাশাপাশি ইউক্রেনে চলছে সাইবার হামলাও। হামলা চালানো হয়েছে ইউক্রেনের সরকারি একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটেও। বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনের একাধিক এলাকার ইন্টারনেট পরিষেবাও। আর তাই সাইবার দুনিয়ায় ইউক্রেনকে সাহায্য করতে এগিয়ে এসেছেন ইলন মাস্ক।

মাস্কের করা টুইট থেকে জানা গেছে, ইউক্রেনে স্যাটেলাইট পরিষেবা সচল রাখার জন্য সবরকম চেষ্টা করবে স্টারলিংক। এবং তার জন্য যাবতীয় পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে। মাস্ক নিজের টুইটে লিখেছেন, ‘ইউক্রেনে চালু করা হয়েছে স্টারলিংক পরিষেবা। অনেক টার্মিনালস এনরুট করা হচ্ছে। ’

 

২৭ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

বাংলাদেশে তেল বেচতে চায় রাশিয়া

সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডস নিহত

আবারও কি চীন তাইওয়ান সংঘাত

নিউজ ডেস্ক