24.5 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইউক্রেনের হাতপাতালে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ৩

প্রসূতি ও শিশুদের হাসপাতালে রাশিয়ার বিমান হামলায় একজন শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ব্ৃহস্পতিবার (১০ মার্চ) ইউক্রেনীয় কর্ত্ৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

 

জানা যায়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের দখল হয়ে যাওয়া শহর মারিওপোলের প্রসূতি ও শিশু হাসপাতালে এ হামলাটি ঘটেছে।

 

শহরের ডেপুটি মেয়র সার্গেই অরলভ জানিয়েছেন, বুধবার রুশ বাহিনী যে প্রসূতি ও শিশু হাসপাতালে বোমা হামলা চালিয়েছিল, সেখানে এক শিশুসহ তিনজন মারা গেছেন। ওই হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গর্ভবতী নারীও ছিলেন।

 

সার্গেই অরলভ বলেন, আমি পুরোপুরি নিশ্চিত যে তারা এই হাসপাতালের বিষয়ে জানতো। শহরে এ নিয়ে তৃতীয় হাসপাতাল ধ্বংস করল তারা।

 

তিনি বলেন, আগের দিন ৩০০ শয্যা বিশিষ্ট একটি কোভিড হাসপাতাল ও রক্তের নমুনা সংগ্রহ কেন্দ্রে বোমাবর্ষণ করে রাশিয়া।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউক্রেনে অভিযান শুরু হওয়ার পর থেকে দেশটির স্বাস্থ্য সেবা কেন্দ্রে পৃথকভাবে অন্তত ১৮টি হামলা হয়েছে।

 

১০ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

অভিবাসী বা এসাইলাম আবেদনকারীদের ফান্ড সহায়তা সহজ করতে হবেঃ দাতব্য সংস্থা

অবাধ বিচারহীনতার সংস্কৃতি গুমকে উৎসাহিত করছে: বক্তারা

সায়েন্স ল্যাবে বিস্ফোরণ, নিহত ৩