ইউরোপীয় ইউনিয়নের সব দেশকে ইতালিতে আসা অভিবাসনপ্রত্যাশীদের নেওয়ার আহ্বান জানিয়েছে ইতালি৷
ইইউ কমিশনার ফর হোম অ্যাফেয়ার্স ইলভা ইয়োহানসনের সাথে ফোনালাপকালে এ আহ্বান জানান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লুচানা লামুরজেসে৷
এসময় তিনি ইতালিতে অভিবাসীদের বর্তমান অবস্থার কথা তুলে ধরেন৷ তাছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক ডাকার আহ্বানও জানান৷
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে অভিবাসনপ্রত্যাশীদের আগমনের সংখ্যা বাড়ছে৷ গত কয়েক সপ্তাহে শত শত অভিবাসনপ্রত্যাশী সাগর পাড়ি দিয়ে ইতালির দ্বীপ লাম্পেদুসায় পৌঁছায়৷
অভিবাসনপ্রত্যাশীরা মূলত আফ্রিকার দেশ তিউনিশিয়া ও লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে থাকে৷ তাদের অনেকের প্রাথমিক গন্তব্য থাকে ইতালি৷
এভাবে নৌকায় চেপে সাগর পাড়ি দিয়ে চলতি বছর ৩০ হাজার ২০০জন অভিবাসনপ্রত্যাশী ইতালিতে আশ্রয় নেয়৷ গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১৪ হাজার ৮০০৷
ঝুঁকিপূর্ণভাবে সাগর পাড়ি দিতে গিয়ে প্রায়ই নিহতের ঘটনা ঘটে৷ চলতি বছরে সমুদ্রে নৌকা ডুবে এক হাজার অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বলে জানায় জাতিসংঘ৷
এদিকে পরিস্থিতি সামলাতে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপের বিভিন্ন দেশে নেওয়ার বিষয়ে আলোচনা কয়েক মাস ধরে স্থবির রয়েছে৷ অভিবাসনপ্রত্যাশীদের কীভাবে ইউরোপের বিভিন্ন দেশে দেওয়া যেতে পারে এ বিষয়ে জোটের নেতাদের মধ্যে মত বিরোধ রয়েছে বলে জানা গেছে৷
তবে ব্রাসেলসের দাবি, জার্মানি ও ফ্রান্স প্রতি মাসে ইটালির চেয়ে বেশি সংখ্যক অভিবাসনপ্রত্যাশীদের আবেদন গ্রহণ করছে৷
৮ আগস্ট ২০২১
সূত্র: ইনফো মাইগ্রেন্টস