রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে এখন থেকে ইটালিতে বসবাসরত প্রত্যেক বিদেশিকে বছরে দুই হাজার ইউরো ফি দিতে হবে৷ সোমবার এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছে দেশটির সরকার৷
২০২৪ সালের জাতীয় বাজেটের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ইটালির মন্ত্রিসভা৷ দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই চার্জ শুধু ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা বিদেশিদের জন্য প্রযোজ্য হবে৷
অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যাদের রেসিডেন্স পারমিট আছে, যারা বিদেশি শিক্ষার্থী এবং আউ পেয়ার তাদের জন্য একটি অনির্দিষ্ট ছাড় থাকবে৷
এই সংস্কারটি বর্তমান ব্যবস্থাকে কতটা পরিবর্তন করবে তা এখনও স্পষ্ট করা হয়নি৷ কারণ বিদ্যমান ব্যবস্থার মধ্যেও কিছু নির্দিষ্ট ক্যাটাগরির বিদেশিদের ফি দিতে হয়৷
ইটালিতে বসবাসরত বিদেশী কর্মী, চাকরিপ্রার্থী, আশ্রয়প্রার্থী এবং অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্করা দেশটির নাগরিকদের মতো বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে আসছিলেন৷
তবে কূটনীতিক এবং শিক্ষার্থীদের একটি নির্ধারিত ফি দিয়ে ইটালির স্বাস্থ্যসেবা গ্রহণ করতে হতো৷ শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিতে বছরে দিতে হতো ১৫০ ইউরো৷ আর অন্যদের ক্ষেত্রে এটি অবশ্য তাদের আয়ের উপর নির্ভর করে ধার্য্য করা হয়৷ সেক্ষেত্রে বার্ষিক ফি দুই হাজার ৮০০ ইউরো পর্যন্ত হতে পারে৷
গেল মাসে একজন আশ্রয়প্রার্থীর আবেদন প্রক্রিয়া ঠেকাতে পাঁচ হাজার ইউরো জমা দেয়ার বিধান যুক্ত একটি ডিক্রি জারি করতে চেয়েছিল রক্ষণশীল প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার৷ তা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে ডানপন্থি সরকারকে বলে খবরে জানা যায়৷
এম.কে
২৫ অক্টোবর ২০২৩