ফিলিস্তিনিপন্থী কর্মী এবং মানবিক সাহায্য বহনকারী একটি নৌকা রোববার (১৩ জুলাই) গাজার উদ্দেশে ইতালির সিসিলি ত্যাগ করেছে। ইসরায়েল পূর্ববর্তী একটি জাহাজে থাকা লোকজনকে আটক এবং নির্বাসিত করার এক মাসেরও বেশি সময় পর এই যাত্রা শুরু হলো।
‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ পরিচালিত ‘হান্দালা’ নামের নৌকাটি আজ স্থানীয় সময় দুপুরেরকিছুক্ষণ পরেই সিসিলির সিরাকিউজ বন্দর ত্যাগ করে। এতে প্রায় প্রায় ১৫ জন কর্মী রয়েছে।
এর আগে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে নৌকার যাত্রা শুরু করতে বন্দরে জড়ো হয় কয়েক ডজন মানুষ। তাদের মধ্যে কেউ কেউ ফিলিস্তিনি পতাকা ধরে ছিলেন।
চিকিৎসা সরঞ্জাম, খাবার, শিশুদের সরঞ্জাম এবং ওষুধ বোঝাই এই নৌকাটি ভূমধ্যসাগরে প্রায় এক সপ্তাহ যাত্রা করবে। তারা প্রায় ১৮০০ কিলোমিটার পথ পাড়ি দেবে গাজার উপকূলে পৌঁছানোর আশায়।
নৌকাটি দক্ষিণ-পূর্ব ইতালির গ্যালিপোলিতে থামবে। সেখান থেকে বামপন্থী ফ্রান্স আনবোউড পার্টির (এলএফআই) দুই সদস্য যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এম.কে
১৪ জুলাই ২০২৫