4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
অফবিটশীর্ষ খবর

ইতালিতে এক ইউরোতে বাড়ি

ইউরোপের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে ইতালি অন্যতম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এখানে আসেন ভাগ্য বদলের আশায়। এখানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাও কম না। আর এই ইতালিতেই মাত্র এক ইউরোতে আস্ত এক বাড়ির মালিক হওয়ার সুযোগ রয়েছে!

 

ইতালির সিসিলির কাস্তিগলিয়োনে দ্য সিসিলিয়া শহরে এক ইউরোতে বিক্রি হচ্ছে বাড়ি, যা কিনা এক কাপ কফির দাম মাত্র।

 

সিসিলির পূর্ব উপকূলে সাগরসৈকতের কাছে চিক তায়োরমিনার মাউন্ট ইতনার ওই শহরে ৯০০–এর বেশি পরিত্যক্ত বাড়ি রয়েছে। এসব বাড়ির বেশির ভাগই শহরের পুরোনো অংশে। বাড়িগুলোর অর্ধেক ধ্বংস হয়ে গেছে। এ কারণে প্রতীকী দাম ১ ইউরো দরে বিক্রির মাধ্যমে শুরু করা হচ্ছে বাড়ি বিক্রি। তবে যেসব বাড়ি কিছুটা ভালো অবস্থায় আছে, সেগুলো ৪ হাজার থেকে ৫ হাজার ইউরোতে বিক্রি হচ্ছে।

 

মেয়র আন্তোনিও কামারদা ওই গ্রামে নতুন জনবসতির প্রকল্প নিয়েছেন। ঊনবিংশ শতাব্দির শুরুর দিকে গ্রামটির জনসংখ্যা ছিল ১৪ হাজার। তবে বর্তমানে তা কমে ৩ হাজারে পৌঁছেছে।

 

মেয়র আন্তোনিও কামারদা বলেন, ‘আমাদের প্রচুর ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্প রয়েছে। অনেকে এসব বাড়ি পরিত্যক্ত হিসেবে রেখে গেছে। তাই বাড়িগুলো এখন নামমাত্র মূল্যে বিক্রি করে দেওয়া হচ্ছে।’

 

২৭ এপ্রিল ২০২১
সূত্র: সিএনএন

আরো পড়ুন

সাংবাদিক রোজিনাকে আটক-নির্যাতনের ভিডিও

অনলাইন ডেস্ক

ধর্ষণ বিষয়ে তামাশা, বর্ণবাদসহ বহু নোংরামির দায়ে জর্জরিত স্কটল্যান্ড ইয়ার্ড

কাতারে অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ