TV3 BANGLA
Uncategorized

ইনস্টাগ্রামে মেসেঞ্জার যুক্ত করলো ফেসবুক

নতুন সুবিধা আনল ফেসবুক। মেসেঞ্জার থেকে ইনস্টাগ্রামের বন্ধুদের সঙ্গে করা যাবে চ্যাট। আবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা একইভাবে মেসেঞ্জারে থাকা বন্ধুদের সঙ্গে কথোপকথন করতে পারবেন। সেই সঙ্গে ইনস্টাগ্রামের ইনবক্সে মেসেঞ্জারের অনেক সুবিধা যোগ হবে ভবিষ্যতে। একটি ব্লগ পোস্টে এমনটাই জানিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি এবং মেসেঞ্জারের প্রধান স্ট্যান শাডনোভস্কি।

 প্রসঙ্গত, ইনস্টাগ্রামে নতুন সুবিধা ব্যবহারের আগে অনুমতি চাওয়া হবে ব্যবহারকারীর কাছ থেকে। কাজেই,  যদি দুটি একইসঙ্গে ব্যবহার করতে না চাইলে দুটি অ্যাপ আলাদাভাবে ব্যবহার করতে পারবেন।

ফেসবুক জানিয়েছে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও এই সুবিধা ব্যবহার করতে পারবেন। আবার চাইলে এটি বন্ধ করে রাখাও যাবে।

টেক বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিযোগীদের হটিয়ে বাজার দখলের লক্ষ্যে একচেটিয়া ব্যবসা করতে চাইছে ফেসবুক।

১ অক্টোবর ২০২০

আরো পড়ুন

No Human is Illegal l মানুষ কখনোই অবৈধ নয় l 01 July 2020

UK Property Market after Lockdown! ll M Mostafizur Rahman Msc(Finance), BENECO

ভারতের সীমান্ত বন্ধ থাকায় কিছু টাকা অন্তত দেশে আছে