4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইমরান খান ‘মাইনাস’, পিটিআই নতুন চেয়ারম্যান ব্যারিস্টার গওহর

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আন্তঃদলীয় নির্বাচনের পর ব্যারিস্টার গওহর আলি খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তোশাখানা মামলায় অযোগ্যতার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য গওহর খানকে মনোনীত করেছিলেন।

পাকিস্তানের পেশোয়ারে ফলাফল ঘোষণা করেছেন দলের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি। তিনি উমর আইয়ুব খানকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন।

তিনি জানান, আলি আমিন গন্ডাপুর এবং ড. ইয়াসমিন রশিদকে যথাক্রমে খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবে পার্টির প্রাদেশিক সভাপতি নির্বাচিত করা হয়েছে।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

এম.কে
০২ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

জমজমের পানি পানে যে নতুন নির্দেশনা দিল সৌদি আরব

আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে আয়ারল্যান্ড

শপথ নিল ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার