4.4 C
London
January 17, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইমরান খানের ১৪ বছর, বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলার রায় ঘোষণা দিয়েছেন দেশটির এক আদালত। আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত এই মামলায় ইমরান খান ও বুশরা বিবি দোষী সাব্যস্ত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) জিও নিউজ ও ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অ্যাকাউন্টেবিলিটি কোর্টের বিচারক নাসির জাভেদ রান এই মামলার রায়ে ইমরান খানের ১৪ বছরের জেল এবং বুশরা বিবির সাত বছরের জেল দিয়েছেন। সেই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

ইমরান খানকে এক মিলিয়ন রুপি এবং বুশরাকে পাঁচ লাখ রুপি জরিমানা দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরান খানকে আরও ছয় মাসের জেল এবং বুশরা বিবিকে তিন মাসের জেল ভোগ করতে হবে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এই রায় এর আগে তিনবার পেছানো হয়েছিল। পাকিস্তানে সাধারণ নির্বাচনের পর ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি এই মামলায় অভিযুক্ত হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও বুশরা।

এই রায়ের আগে আদিয়ালা কারাগারের বাইরে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন, আপনি অনুমান করতে পারেন গত দুই বছরে কী অবিচার হয়েছে। সুষ্ঠু বিচার হলে ইমরান ও বুশরা খালাস পাবেন।

জিও নিউজ জানিয়েছে, রায়ের সময় আদিয়ালায় উপস্থিত ছিলেন পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) নেতৃত্ব দেওয়া প্রসিকিউটর জেনারেল সরদার মুজাফফর আব্বাসি।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইমরান খান, বুশরা বিবি, গহর খান, সোয়েব শাহীন, সালমান আকরাম রাজা এবং আরও বেশ কিছু আইনজীবী।

সূত্রঃ জিও নিউজ / ডন

এম.কে
১৭ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত জাতিসংঘের মহাসচিব