TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরাইলে টিভি উপস্থাপনায় বন্দুক নিয়ে সাংবাদিকরা

হামাস-ইসরাইলে যুদ্ধের মধ্যে সঙ্গে করে বন্দুক নিয়ে টিভিতে উপস্থাপনা করছেন ইসরাইলি সাংবাদিকরা। সম্প্রতি ইসরাইলি সম্প্রচারকারী চ্যানেল ১৪-এর উপস্থাপক লিটাল শেমেশকে বন্দুক সঙ্গে নিয়ে টিভিতে আসতে দেখা গেছে। মঙ্গলবার তোলা ছবিটি এখন ইন্টারনেটে ভাইরাল।

ছবিতে তাকে প্যান্টের বেল্টে করে বন্দুক নিয়ে অ্যাঙ্কর ডেস্কে বসে থাকতে দেখা গেছে। ইসরাইলে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের পরিপ্রেক্ষিতে, অনেক নারীই সঙ্গে হ্যান্ডগান বহন করছেন। লিটাল শেমেশের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টটি বন্দুকের রেঞ্জে তার শুটিংয়ের অনুশীলনের দক্ষতাও দেখিয়েছে, যেখানে তিনি লোকেদেরকে ‘অস্ত্র সজ্জিত হতে’ আহ্বান জানিয়েছেন।

শেমেশ ফ্রন্টলাইন থেকে রিপোর্ট করার পাশাপাশি সৈনিকের ইউনিফর্মে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। তিনি ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত আইডিএফ (ইসরাইল ডিফেন্স ফোর্সেস) বর্ডার পুলিশ ডিভিশনে একজন পূর্ণ যুদ্ধ সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেন। মূলত গোয়েন্দা সংস্থায় কাজ করলেও শেমেশ একটি চ্যালেঞ্জিং যুদ্ধে অংশ নেওয়ার জন্য আগ্রহী ছিলেন বলে জানা যায়।

সূত্রঃ আল-জাজিরা

এম.কে
০৮ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

বিমানবন্দর থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

সৈন্যের জন্য মরিয়া ইউক্রেন, পাসপোর্ট জব্দ, মানসিক প্রতিবন্ধীকেও নিয়োগের চেষ্টা

মানব মস্তিষ্কে পরীক্ষা চালানোর অনুমতি পেয়েছে নিউরালিংক