18.1 C
London
July 17, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরায়েলকে লক্ষ্য করে ২০০ রকেট নিক্ষেপ ইরানের, ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ২০০ রকেট নিক্ষেপ করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্কাই নিউজ।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, ২০০ রকেটের মধ্যে অন্তত ৮০ শতাংশ ইসরায়েলে আঘাত করেছে।

তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত তেমন গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ইসরায়েলে সরাসরি হামলার জন্য ইরানকে কড়া ভাষায় বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও ইরানের এসব হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
০২ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

অ্যান্টার্কটিকার বরফ রাজ্যে নামল দৈত্যাকার বিমান

ভারতীয়দের ওপর বিপদ, ট্রাম্প আসতেই ওয়ার্ক পারমিট বাতিলের ইঙ্গিত