1.1 C
London
January 11, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলার সময় ইয়েমেন বিমানবন্দরে ডব্লিউএইচও প্রধান

ইসরায়েলের বিমান হামলার সময় ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়েসাস ছিলেন। এ সময় তার সঙ্গে আরও ছিলেন জাতিসংঘের বেশ কয়েকজন কর্মী। শুক্রবার (২৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলার সময় ডব্লিউএইচও প্রধান ও জাতিসংঘের অন্যান্য কর্মীরা ইয়েমেনের সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন বলে জানিয়েছেন খোদ ডব্লিউএইচও প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই কথা জানান তিনি।

ওই পোস্টে তিনি আরও বলেন, হামলায় ‘আমাদের বিমানের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে দুইজন নিহত হয়েছেন।’

বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দর, সেনা ঘাঁটি ও অন্য একটি শহরের বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। রাজধানী সানা ছাড়াও বন্দরনগরী হুদাইদাহতেও বিমান হামলা করে তারা। হামলায় অন্তত ৩ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতরা বেসামরিক নাগরিক নাকি হুথি যোদ্ধা তা এখনও স্পষ্ট নয়।

ইসরায়েল এই হামলার দায় স্বীকার করার পর হুথিরা একে ‘বর্বর’ বলে অভিহিত করেছে।

সূত্রঃ বিবিসি / রয়টার্স

এম.কে
২৭ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

সাঁতার কেটে গর্ভবতী আফ্রিকান মায়ের স্প্যানিশ ছিটমহলে প্রবেশ

টাইটানিকের চেয়ে ১৩ গুণ বড় জাহাজ আসছে

মোদির নতুন আতঙ্ক থালাপতি বিজয়ের জনসভায় রেকর্ড, ইনস্টাগ্রামে ঝড় তুলেছে সেলফি