8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসলাম বিদ্বেষী ঘটনায় ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তা গ্রেফতার

নিউইয়র্ক সিটির হালাল ফুড বিক্রেতাকে “সন্ত্রাসী” বলে আখ্যায়িত করায় এবং গাজায় ৪,০০০ ফিলিস্তিনি শিশুদের মৃত্যু “যথেষ্ট নয়” বলে দাবি করার পর একজন প্রাক্তন উচ্চপদস্থ মার্কিন সরকারী কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

৬৪ বছর স্টুয়ার্ট সেলডোভিটস ইউএস স্টেট ডিপার্টমেন্টের ইসরায়েল ও ফিলিস্তিনি বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক হিসাবে দায়িত্বরত ছিলেন। বুধবার হয়রানি, ঘৃণ্য অপরাধ সংগঠন, লাঞ্ছনা ও ভয় দেখানোর কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় নিউইয়র্ক পুলিশ।

২৪ বছর বয়সী, মিশরীয় ভুক্তভোগী পুলিশকে জানিয়েছিলেন, একজন ব্যক্তি তার কর্মক্ষেত্রে একাধিকবার এসেছিল এবং একাধিকবার ইসলাম বিরোধী বক্তব্য দেয়।

উল্লেখ্য যে, বুধবার সেলডোভিটসকে আটকের আগে সেলডোভিটস স্থানীয় টেলিভিশন নিউজকে জানান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওটি পুরো ঘটনাটি বোঝা যায় নাই। মিশরীয় লোকটি ফিলিস্তিনি গ্রুপ হামাসের প্রতি সহানুভূতি প্রকাশের পরে আমি বিরক্ত হয়ে পড়েছিলাম। তবে তার বক্তব্যের কোনো গ্রহনযোগ্যতা ভিডিওতে খুঁজে পাওয়া যায় নাই বলে জানায় সংবাদমাধ্যম।

সূত্রঃআল-জাজিরা

এম.কে
২৩ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

হজ করতে সাইকেল চড়ে প্যারিস হতে মক্কায়

বিপুল পরিমান কর্মীর সুযোগ রয়েছে ফিনল্যান্ডে

মানবিক ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল