4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ঋষি সুনাকের উপর চাপ বাড়ছে, ইংল্যান্ডে ফের ধর্মঘটে চিকিৎসকরা

প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ঘোষণা অনুসারে, আগামী ৪ জুলাই জাতীয় নির্বাচন হবে যুক্তরাজ্যে। এই আবহের মধ্যেই ফের ধর্মঘট ডেকেছেন দেশটির প্রধান রাজ্য ইংল্যান্ডের জুনিয়র চিকিৎসকেরা।

এক প্রতিবেদনে জানা গেছে, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গতকাল বৃহস্পতিবার ধর্মঘটের ঘোষণা দেন যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা দপ্তর ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ইংল্যান্ড শাখার আওতাভুক্ত বিভিন্ন হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। সেই ঘোষণা অনুযায়ী বিশেষজ্ঞ বা কনসালটেন্ট পর্যায়ের নিচে থাকা সব চিকিৎসক আগামী পাঁচ দিন তাদের পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।

চিকিৎসক নেতারা জানিয়েছেন, যৌক্তিক বেতন-ভাতার দাবিতে গত ১৮ মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন জুনিয়র চিকিৎসকেরা। সেই ধারাবাহিকতাতেই ঘোষণা করা হয়েছে এই কর্মসূচি। করোনা মহামারির পর থেকে মূল্যস্ফীতি শুরু হয়েছে যুক্তরাজ্যে। খাদ্য, আবাসন, বিদ্যুত্সহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম বাড়ছে; কিন্তু সেই অনুপাতে জুনিয়র চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ায়নি সরকার। ফলে ব্যাপক অর্থনৈতিক চাপে থাকা এই চিকিৎসকেরা মূল বেতন ৩৫ শতাংশ বাড়ানোর দাবিতে ২০২২ সালের নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন। এর মধ্যে সরকারের সঙ্গে তাদের কয়েক বার আলোচনা হয়েছে, কিন্তু ঐকমত্যে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই।

এদিকে চিকিৎসকদের টানা আন্দোলন কর্মসূচির জেরে দুর্ভোগ পোহাচ্ছে দেশটির সাধারণ জনগণ। সাধারণ অসুখ বা শারীরিক সমস্যায় আক্রান্তদের থেকে শুরু করে ক্যানসারের রোগীরাও যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে না। সার্জারির রোগীদের চিকিৎসাও সময়মতো হচ্ছে না। চিকিৎসক নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা ঋষি সুনাক যদি তাদের দাবির প্রতি আন্তরিক হন এবং আলোচনার টেবিলে আসেন, তাহলে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেবেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ পর্যন্ত এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিরোধী দল লেবার পার্টির মুখপাত্র ওয়েস স্ট্রিটিং এ প্রসঙ্গে বলেন, জুনিয়র চিকিৎসকদের বেতন ৩৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবের সঙ্গে তারাও একমত নন, কিন্তু দাবিকে একটি ‘যৌক্তিক পর্যায়ে’ আনতে তারা চিকিৎসকদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।

সূত্রঃ এএফপি

এম.কে
২৮ জুন ২০২৪

আরো পড়ুন

অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাজ্যের প্রয়োজন ১ ট্রিলিয়ন পাউন্ডের বিনিয়োগ

নিউজ ডেস্ক

‘ক্রসফায়ার’ নামক বন্দুকযুদ্ধহীন ১০০ দিন পার করলো বাংলাদেশ

যে কারণে ইউক্রেনের ফ্রন্টলাইনে সেকেন্ড-হ্যান্ড ব্রিটিশ গাড়ি

অনলাইন ডেস্ক