15.6 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

এক বছরের শাস্তির পর লেবার দলে ফিরলেন আপসানা বেগম

ব্রিটিশ বাংলাদেশি এমপি আপসানা বেগম এবং প্রাক্তন শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেলকে পুনরায় লেবার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। টু-চাইল্ড বেনিফিট ক‍্যাপ বাতিলের পক্ষে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার কারণে এক বছরের জন্য তাদের দলে কাজ করার অনুমতি স্থগিত ছিল।

২০২৪ সালের লেবার পার্টির ভূমিধস জয়ের কয়েকদিন পরই আপসানা বেগম ও ম্যাকডোনেলসহ মোট সাতজন বামপন্থী এমপি এসএনপি-র একটি প্রস্তাব সমর্থন করেছিলেন। প্রস্তাবটির লক্ষ্য ছিল বিতর্কিত দুই-সন্তান সীমা নীতি বাতিল করা। এই নীতি অনুসারে, দুই সন্তানের বেশি হলে পিতামাতারা ইউনিভার্সাল ক্রেডিট বা শিশু কর ক্রেডিট দাবি করতে পারেন না।

তাদের এই অবস্থান লেবার নেতৃত্বের নীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এক বছরের জন্য তারা সংসদে লেবার দলের কার্যক্রম থেকে বিরত ছিলেন।

তবে সম্প্রতি দলের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে আপসানা বেগম ও জন ম্যাকডোনেলকে পুনর্বহাল করা হয়েছে। এতে করে লেবারের ভেতরে বামপন্থী শাখার প্রভাব আবারও আলোচনায় এসেছে।

অন্যদিকে, একই ঘটনার জেরে স্থগিত হওয়া সপ্তম এমপি জারাহ সুলতানা গত মাসে লেবার থেকে পদত্যাগ করেন। তিনি প্রাক্তন নেতা জেরেমি করবিনের সঙ্গে মিলে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। এতে লেবার থেকে একটি অংশের বিচ্ছিন্ন হওয়ার ইঙ্গিত মিলছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৭ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের করবিনের ‘ইয়োর পার্টি’তে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, অভ্যন্তরীণ বিভাজনের আশঙ্কা

টিকা রফতানি নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে ইইউর ফের বিরোধ

অনলাইন ডেস্ক

বিলেতে বাড়ি কেনা বেচাঃ সার্ভিস একোমোডেশন

নিউজ ডেস্ক