4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

এপিকে ‘অ্যাসোসিয়েটেড প্রোপাগান্ডা’ বললেন ইলন মাস্ক

শীর্ষ ধনকুবের ইলন মাস্ক অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগ করেছেন। এক্স পোস্টে তিনি এপিকে ‘অ্যাসোসিয়েটেড প্রোপাগান্ডা’ হিসাবে উল্লেখ করেছেন।

জার্মানির ম্যাগডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে শুক্রবারের প্রাণঘাতী ঘটনা নিয়ে বৈশ্বিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের কভারেজের পর এই মন্তব্য করলেন তিনি।

পুলিশের বরাত দিয়ে জার্মান ট্যাবলয়েড বিল্ড জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ম্যাগডেবার্গের উৎসবমুখর বাজারে একটি দ্রুতগামী গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়লে এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়। এতে আহত হয় ৬০ জনেরও বেশি।

জার্মানিতে বসবাসরত ৫০ বছর বয়সী সৌদি আরবের চিকিৎসক হিসেবে গাড়ির চালককে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।

কর্তৃপক্ষ এই কাজটিকে ইচ্ছাকৃত আক্রমণ হিসাবে মনে করছে। যদিও ঘটনাটি তদন্তাধীন রয়েছে। একজন এক্স ব্যবহারকারীর সমালোচনার জবাবে মূলত ইলন মাস্ক মন্তব্যটি করেন।

২০২২ সালে মাস্ক সংবাদ সংস্থাগুলোর প্রতি জনসাধারণের আস্থার অভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এরপর ওয়াশিংটন পোস্টসহ ধারাবাহিকভাবে বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা করে আসছেন।

চলতি বছরের শুরুর দিকে ইলন মাস্ক মূলধারার গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ আনেন।

এর আগে, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের তীব্র সমালোচনা করে মাস্ক বলেন, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

এম.কে
২১ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে খালিস্তানপন্থিদের হাতে হেনস্তার শিকার ভারতীয় রাষ্ট্রদূত

ইনসমনিয়ায় ভুগছেন কিম জং উন

সামরিক ঘাঁটি স্থাপনের শর্তে সার্বভৌমত্ব পেল দ্বীপপুঞ্জটি