যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামেস হত্যাকাণ্ডে সন্দেহভাজনক একজনকে আটক করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে আটক দেখানোর পর লন্ডনের পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে বিবিসি।
জানা যায়, আটক ২৫ বছর বয়সী আলী হারবি আলীকে ২২ অক্টোবর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি ছাড়া এই হামলায় আরও কেউ জড়িত রয়েছেন; এমন কোনও তথ্য এখনও পুলিশের হাতে নেই।
এর আগে শুক্রবার নিজের নির্বাচনী এলাকা অ্যাসেক্সের একটি গির্জায় বাসিন্দাদের সঙ্গে বৈঠকের সময় হঠাৎ ছুরিকাঘাত করা হয় সিনিয়র আইনপ্রণেতা অ্যামেসের ওপর।
পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে তারা একটি ছুরিও জব্দ করেছে। এছাড়া এ ঘটনার সঙ্গে তারা আর কাউকে খুঁজছে না।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হত্যার ঘটনা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। তদন্তের অংশ হিসেবে লন্ডনের দুটি স্থানে তাল্লাশি চালানো হয়েছে। আটক ব্যক্তি বর্তমানে অ্যাসেক্স পুলিশ হেফাজতে রয়েছেন।
১৭ অক্টোবর ২০২১
নিউজ ডেস্ক