সাউথইস্ট লন্ডনে নতুন বাস রুট ‘বেকারলুপ (Bakerloop)’ চালু হয়েছে। ওয়াটারলু স্টেশন থেকে লুইশ্যাম পর্যন্ত চলাচলকারী এই এক্সপ্রেস বাসটি প্রথম সপ্তাহে যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চলবে।
BL1 নম্বরের ইলেকট্রিক ডাবল-ডেকার বাস সকাল ৫টা থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। দিনে প্রতি ১২ মিনিট অন্তর এবং সন্ধ্যা ও রবিবারে প্রতি ১৫ মিনিট অন্তর একটি করে বাস ছাড়বে। রুটটি প্রস্তাবিত বেকারলু লাইনের এক্সটেনশন অনুসরণ করবে এবং ইলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেল, নিউ ক্রস গেট ও লুইশ্যাম স্টেশনে থামবে।
লন্ডনের মেয়র সাদিক খান বলেন, “বেকারলু লাইন এক্সটেনশন বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে, কিন্তু লন্ডনবাসীর যাতায়াত উন্নত করতে আমি এখনই ব্যবস্থা নিতে চাই। তাই বেকারলুপ চালু করেছি — এটি দ্রুত, পরিবেশবান্ধব ও কার্যকর একটি সেবা।”
ট্রান্সপোর্ট ফর লন্ডনের (TfL) বাস বিভাগের পরিচালক লর্না মারফি জানান, নতুন BL1 রুটে যাত্রীদের স্বাগত জানাতে তারা অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, “এই যাত্রা হবে আরও দ্রুত এবং সরাসরি। যাত্রার প্রথম সপ্তাহে বাস ফ্রি হওয়ায় সবাইকে এই সুযোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
বেকারলুপ TfL-এর Superloop নেটওয়ার্কের অংশ, যা বাইরের লন্ডনের গুরুত্বপূর্ণ শহর ও ট্রান্সপোর্ট হাবগুলোকে আরও ভালোভাবে সংযুক্ত করার লক্ষ্যে চালু হয়েছে। যদিও বেকারলু লাইনের ট্রেনগুলো ৫৩ বছর পুরনো, তবুও এখনো কেন্দ্রীয় সরকার থেকে এক্সটেনশন প্রকল্পের জন্য অর্থায়ন মেলেনি।
আগামী ৬ অক্টোবর সোমবার থেকে BL1 রুটে সাধারণ ভাড়া নির্ধারণ করা হবে £১.৭৫।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
২৬ সেপ্টেম্বর ২০২৫