চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচে মোটে দুই রান করেছেন মুশফিকুর রহিম। বাজে পারফরম্যান্সের কারণে নানা সমালোচনার মুখে পড়েন জাতীয় দলের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার। কথা হচ্ছিল ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নিয়েও। আলোচনার মাঝেই বুধবার (৫ মার্চ) রাতে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অবসরের কথা জানিয়েছেন মুশফিক। সেখানে তিনি লিখেছেন , ‘আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছি।’
তিনি আরও লিখেছেন, ‘বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তারপরও যখনই আমি মাঠে নেমেছি শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। গেল কিছুদিন আমার জন্য খুবেই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন।’
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০৬ মার্চ ২০২৫