10.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

কনজারভেটিভ পার্টিতে ইসলামোফোবিয়া সমর্থনের অভিযোগ

যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টির মধ্যে ইসলামোফোবিয়া নিয়ে জ্যেষ্ঠ নেতাদের দ্বন্দ্বের মধ্যে সাবেক পার্টি চেয়ারম্যান ব্যারনেস ওয়ার্সি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘পার্টির অভ্যন্তরে ইসলামোফোবিয়াকে প্রকাশ্যে সমর্থন দেয়া হচ্ছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া ওই মন্তব্যের পর যুক্তরাজ্যজুরে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবেদনটিতে বলা হয়, দলটির ডেপুটি চেয়ারম্যান লি এন্ডারসনের মন্তব্যের জেরে তার সমালোচনা করেছেন সাবেক সভাপতি ব্যরনেস ওয়ার্সি।

লি অ্যান্ডারসন বলেন, ‘আমি আসলে বিশ্বাস করি না যে ইসলামপন্থীরা আমাদের দেশের নিয়ন্ত্রণ পেয়েছে, বরং বলতে পারি তারা সাদেক খানের নিয়ন্ত্রণ পেয়েছে, লন্ডনের নিয়ন্ত্রণ পেয়েছে। সাদেক খান আমাদের রাজধানী শহরটিকে তার অনুসারীদের হাতে তুলে দিয়েছে।’

এদিকে এন্ডারসনের করা মন্তব্যটি ইসলামোফোবিক কিনা তা যানতে চাওয়া হলে উপ-প্রধানমন্ত্রী অলিভার ডাউডেন এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বরং তিনি মন্তব্য করেন এন্ডারসন ক্ষমা চাইলে বরখাস্ত হওয়া এড়াতে পারতেন।

অলিভার ডাউডেনের এমন মন্তব্যকে বিরক্তিকর বলে অভিহিত করেছেন ব্যারনেস ওয়ার্সি।

তিনি বলেন, ‘মুসলিমরা কেবল নির্বাচনী প্রচারণার খোরাকে পরিণত হয়েছে। তারা এখন বিরোধিতা করার কর্তৃত্বও হারিয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্রের মুসলিমরা যেমন ইহুদি বিদ্বেষে সমর্থন দেয় না তেমনি ইসলামোফোবিয়াকেও সমর্থন করে না। এই বর্ণবাদ, শ্রেণিবিন্যাস ও ভণ্ডামি অবশ্যই বন্ধ করা উচিত।’

উল্লেখ্য, ব্রিটেনের মুসলিম কাউন্সিলও কনজারভেটিভ পার্টির মধ্যে ইসলামোফোবিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ইতিমধ্যে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান রিচার্ড হোল্ডকে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামোফোবিয়ার বিষয়ে সতর্ক করে চিঠি দিয়েছে। তারা এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে।

সূত্রঃ আরব নিউজ

এম.কে
১২ মার্চ ২০২৪

আরো পড়ুন

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরে ইউক্রেনে ক্যামেরন

ব্রেক্সিটের পর অভিবাসন নিয়ম সহজ করার প্রতিশ্রুতি ব্রিটিশ মন্ত্রীদের

নাইটাজিন সেবন করে যুক্তরাজ্যের রাস্তায় মানুষ মারা যাচ্ছে