-1.2 C
London
January 11, 2026
TV3 BANGLA
Uncategorized

করোনাকালে সন্তান জন্ম দিলে মিলবে বোনাস

বিশ্বের অন্যতম কম জন্মহারের দেশ সিঙ্গাপুর। গত কয়েক দশক ধরেই জন্মহার বাড়ানোর চেষ্টা করছে দেশটি।

করোনা ভাইরাস মহামারীতে আর্থিক চাপ, চাকরির ছাঁটাই এবং সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে নাগরিকরা অভিভাবক হওয়ার আগ্রহ হারাচ্ছেন। তাই সিঙ্গাপুর সরকার দম্পতিদের সন্তান নিতে উৎসাহিত করার জন্য বিশেষ বোনাস ঘোষণা করেছে।

দেশটিতে বর্তমানে শর্তসাপেক্ষে ‘বেবি বোনাস’ হিসেবে সর্বোচ্চ ১০ হাজার সিঙ্গাপুর ডলার (৬ লাখ ২২ হাজার টাকা) পান মা-বাবা। এই সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছে সরকার।

সোমবার (৫ অক্টোবর) সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হেইং সুই সুই বলেন, আমরা দেখতে পারছি যে কোভিড -১৯ মহামারীর কারণে অনেক দম্পতি সন্তান নেয়ার পরিকল্পনা বাদ দিচ্ছেন। সেই জন্যই এ উদ্যোগ।

হেইং বলেন, অর্থের পরিমাণ এবং তাদের কিভাবে তা দেওয়া হবে সেটি আরও পরে ঘোষণা করা হবে।

সিঙ্গাপুরের মতো এশিয়ার অনেক দেশই গর্ভধারণের কম হার নিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছে। করোনা মহামারিতে সেটি আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

অপরদিকে সিঙ্গাপুরের প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সে বিপরীত অবস্থা দেখা যাচ্ছে। লকডাউনে জন্মহার বেড়েছে এসব দেশে।

৬ অক্টোবর ২০২০
এসএফ

আরো পড়ুন

Aviation Security and Close Protection: UK vs BD

TV3 Bangla Training

‘সার্বভৌম নাগরিক’ আন্দোলন কী?

অনলাইন ডেস্ক