10 C
London
November 5, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

করোনায় আক্রান্ত ব্রিটিশ সেনাপ্রধান

করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী প্রধান স্যার নিক কার্টার। তিনি করোনা আক্রান্ত হওয়ায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং শীর্ষ সামরিক কমান্ডাররা সোমবার (২৮ জুন) থেকে সেলফ-আইসোলেশনে গেছেন। খবর দ্য গার্ডিয়ান’র।

 

স্যার নিক কোভিড-১৯ পজেটিভ হওয়ার পর ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) নিকের সঙ্গে ঘনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী এবং রয়্যাল নেভি, রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) প্রধান এবং স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধানদের ১০ দিনের হোম কোয়ারান্টাইনে থাকার জন্য সতর্ক করেছে।

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘নিয়মিত কোভিড-১৯ চেকআপ টেস্টে প্রতিরক্ষা বাহিনী প্রধানের করোনা পজেটিভ শনাক্ত হয়।’

 

ডেইলি টেলিগ্রাফ জানায়, ইউকে সেনাবাহিনী প্রধান এবং স্যার নিকের ডেপুটি জেনারেল স্যার মার্ক কার্লেটন ম্মিথ বৈঠকে যোগদানের পরে সপ্তাহান্তে কোয়ারান্টাইনে রয়েছেন এবং পিসিআর টেস্টের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

 

২৯ জুন ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্যের আবারও বাড়ল সুদের হার

যুক্তরাজ্য থাবা বসাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট

স্বাধীনতা উপভোগ করুন, তবে ঝুঁকি থেকে সাবধান: ব্রিটিশ প্রধানমন্ত্রী