21.5 C
London
July 15, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

কানাডার টরন্টোতে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ভারতের উদ্বেগ

কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনাকে ‘দুঃখজনক’ ও ‘উৎসবের চেতনার পরিপন্থী’ বলে মন্তব্য করেছেন।

গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, টরন্টোর রাস্তায় রথযাত্রা চলাকালে ডিম ছুড়ে মারেন কিছু লোক। ভারতীয় বংশোদ্ভূত ইনস্টাগ্রাম ব্যবহারকারী সঙ্গনা বাজাজ নামের এক নারী একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, আশপাশের একটি ভবন থেকে রথযাত্রার ওপর ডিম ছোড়া হয়।

এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘টরন্টোতে রথযাত্রা চলাকালে কিছু দুষ্টচক্রের কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে আমরা দেখেছি। এই জঘন্য কাজ উৎসবের ঐক্য, সম্প্রীতি ও সহাবস্থানের চেতনার বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, ‘আমরা কানাডার কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছি এবং দোষীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছি। আমরা আশা করি, কানাডা সরকার ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

সঙ্গনা বাজাজের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, রথযাত্রার একটি অংশে রাস্তার ওপর বেশ কয়েকটি ভাঙা ডিম পড়ে রয়েছে। তিনি বলেন, ‘আমরা হতবাক হয়েছিলাম, কষ্টও পেয়েছিলাম। কিন্তু আমরা থামিনি। কারণ, ঘৃণা কখনোই বিশ্বাসকে পরাজিত করতে পারে না।’

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘যখন জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ রাস্তায় থাকে, তখন কোনো ঘৃণাই আমাদের কাঁপাতে পারে না।’ বাজাজ এই ঘটনাকে বর্ণবৈষম্যজনিত হামলা হিসেবে উল্লেখ করেন এবং জানান, এটি তাঁদের ব্যথিত করলেও রথযাত্রা বন্ধ করতে পারেনি। ভিডিওটি ইতিমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, রথযাত্রাটি ছিল কানাডায় ইসকনের ৫৩তম বার্ষিক রথযাত্রা। ইসকনের বর্ণনায় এটি জাঁকজমকপূর্ণ ধর্মীয় উৎসব, এখানে ভক্তরা রাস্তায় জড়ো হয়ে গান-বাজনা ও ভজন করেন।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

এম.কে
১৫ জুলাই ২০২৫

আরো পড়ুন

এইআই ঝড়ে আইবিএমে গণছাঁটাই, চাকুরি হারালেন ৮,০০০ কর্মী

ম্যাক্রোঁর দল হারলে কী ঘটবে ফ্রান্সের ভাগ্যে?

ইসরায়েলের যুদ্ধাপরাধকে সহায়তা না করতে সরকারের প্রতি ব্রিটিশ অভিনেত্রীর আহ্বান