TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

কেট মিডলটনের ছবি বিতর্ক, নীরবতা ভাঙল রাজপরিবার

ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের ছবি ঘিরে সম্প্রতি তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। মা দিবসে সন্তানদের সঙ্গে একটি ছবি প্রকাশের পর এই বিতর্ক শুরু হয়। ছবিতে কেটের সঙ্গে ছিল তার তিন সন্তান প্রিন্স জর্জ, প্রিন্স লুইস, প্রিন্সেস শার্লট।

ছবি প্রকাশের পরই এতে কিছু অসামঞ্জস্য ধরা পড়ে। ছবিতে দেখা যায়, মিডলটনের হাতে কোনো এনগেজমেন্ট রিং ছিল না। এ ছাড়া শার্লটের সোয়েটারের হাতার জায়গাতেও কিছু অসামঞ্জস্য ছিল।

বিতর্ক তৈরি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে নিজের ভুলও স্বীকার করেছিলেন কেট। তবে এ ঘটনা নিয়ে এতদিন নীরব ছিল ব্রিটিশ রাজপরিবার। এ নীরবতা ভেঙে অবশেষে ছবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজা তৃতীয় চার্লস। ক্যাসিংটন প্যালেসের ঘনিষ্ঠ সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

রাজপরিবারের কর্মকর্তা-কর্মচারীরাও ছবি প্রকাশের আগে যাচাই-বাছাইয়ের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।

সূত্রঃ রয়েল নিউজ

এম.কে
১৭ মার্চ ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে হাজারবর্ষী উইন্সডর ক্যাসেলে ইতিহাসের প্রথম ইফতার

ইস্ট লন্ডনের দুই পুলিশ সদস্য পুলিশ স্টেশনের লিফটে যৌন কার্যকলাপের সময় ধৃত

নিউজ ডেস্ক

লন্ডন শহরে পরিদর্শকদের জন্য চমৎকার জায়গা ছোট্ট শহর আমারশাম