15.3 C
London
August 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

কেট মিডলটনের ছবি বিতর্ক, নীরবতা ভাঙল রাজপরিবার

ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের ছবি ঘিরে সম্প্রতি তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। মা দিবসে সন্তানদের সঙ্গে একটি ছবি প্রকাশের পর এই বিতর্ক শুরু হয়। ছবিতে কেটের সঙ্গে ছিল তার তিন সন্তান প্রিন্স জর্জ, প্রিন্স লুইস, প্রিন্সেস শার্লট।

ছবি প্রকাশের পরই এতে কিছু অসামঞ্জস্য ধরা পড়ে। ছবিতে দেখা যায়, মিডলটনের হাতে কোনো এনগেজমেন্ট রিং ছিল না। এ ছাড়া শার্লটের সোয়েটারের হাতার জায়গাতেও কিছু অসামঞ্জস্য ছিল।

বিতর্ক তৈরি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে নিজের ভুলও স্বীকার করেছিলেন কেট। তবে এ ঘটনা নিয়ে এতদিন নীরব ছিল ব্রিটিশ রাজপরিবার। এ নীরবতা ভেঙে অবশেষে ছবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজা তৃতীয় চার্লস। ক্যাসিংটন প্যালেসের ঘনিষ্ঠ সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

রাজপরিবারের কর্মকর্তা-কর্মচারীরাও ছবি প্রকাশের আগে যাচাই-বাছাইয়ের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।

সূত্রঃ রয়েল নিউজ

এম.কে
১৭ মার্চ ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে টাটার সবচেয়ে বড় স্টিল কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা

স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, রাত ৯টার আগে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্যে

ঝড়ো বাতাসে গাড়ি উল্টে ইংল্যান্ড-ওয়েলসের সড়কে দীর্ঘ যানজট

নিউজ ডেস্ক