TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

কেটি ল্যামের বিতর্কিত মন্তব্যে তোপের মুখে টোরি নেতৃত্ব

বৈধভাবে যুক্তরাজ্যে বসবাসরত পরিবারদের নির্বাসনের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক। সম্প্রতি দলের এমপি কেটি ল্যামের বিতর্কিত মন্তব্যের পর উদ্ভূত বিভ্রান্তি দূর করতে তিনি বলেন, আইএলআর (Indefinite Leave to Remain) বা স্থায়ী বসবাসের মর্যাদা কেড়ে নেওয়ার কোনো উদ্যোগ কনজারভেটিভদের নেই।

সম্প্রতি লন্ডনে এক সংবাদ সম্মেলনে ব্যাডেনক বলেন, “না, আমরা কোনোভাবেই অতীতের ক্ষেত্রে আইন প্রযোজ্য করছি না। আমাদের নীতি হলো— আমরা আইনকে কখনও রেট্রোস্পেকটিভ করি না।” তিনি আরও জানান, কেবল অপরাধ সংঘটিত হলে আইএলআর বাতিল হতে পারে, যা আগেও প্রযোজ্য ছিল।

বিতর্কের সূত্রপাত হয় কনজারভেটিভ এমপি ও ছায়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কেটি ল্যামের এক সাক্ষাৎকার থেকে। সেখানে তিনি বলেন, যুক্তরাজ্যকে “সাংস্কৃতিকভাবে একতাবদ্ধ” রাখতে বিপুলসংখ্যক অভিবাসীকে “বাড়ি ফিরে যেতে হবে” এবং দলের নীতি হলো আইএলআর বাতিল করা। তাঁর এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়, অনেক এমপি দলীয় হুইপদের কাছে অভিযোগ জানান।

এই সময় গণমাধ্যমে একটি কনজারভেটিভ খসড়া বিলের বিষয়ও আলোচনায় আসে, যেখানে বলা হয়েছিল— কোনো অভিবাসী বা তার নির্ভরশীল ব্যক্তি যদি সরকারি সুবিধা দাবি করে বা বার্ষিক আয় £৩৮,৭০০ পাউন্ডের কম হয়, তাহলে তাদের আইএলআর বাতিল হতে পারে। তবে দল পরে জানায়, এই নীতি পরিবর্তন করা হয়েছে এবং তা অতীতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

কেমি ব্যাডেনক বলেন, “আমরা এখন ইউরোপীয় মানবাধিকার কনভেনশন (ECHR) থেকে বেরিয়ে যাওয়ার পথে। এর ফলে আমরা অ-ইইউ নাগরিকদের কিছু সুবিধা সীমিত করতে পারব, তবে বৈধভাবে স্থায়ীভাবে বসবাসরত কাউকে দেশে ফেরানোর কোনো প্রশ্নই আসে না।” তিনি ব্যাখ্যা দেন, কেটি ল্যামের বক্তব্য ছিল “অস্পষ্টভাবে প্রকাশিত”।

লিবারেল ডেমোক্র্যাটদের স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র ম্যাক্স উইলকিনসন বলেন, “কেটি ল্যামের বিভেদমূলক মন্তব্য বহু পরিবারে ভয় তৈরি করেছে। কেমি ব্যাডেনক যদি সত্যিই একতা ও স্পষ্টতা চান, তবে তাঁকে কনজারভেটিভ ফ্রন্টবেঞ্চ থেকে ল্যামকে বরখাস্ত করা উচিত।”

অন্যদিকে, লেবার পার্টি ব্যাডেনককে চিঠি লিখে জানতে চায়, মাতৃত্বকালীন ছুটির সময় প্রাপ্ত অর্থও কি ‘বেনিফিট’ হিসেবে গণ্য হবে। জবাবে ব্যাডেনক বলেন, “মাতৃত্বকালীন ছুটি কোনো বেনিফিট নয়, এটি বেতনের অধিকার। আমরা শুধু বলেছি— যারা আমাদের দেশে আসবেন, তারা যেন অবদানকারী হন, রাষ্ট্রীয় সহায়তার ওপর নির্ভরশীল না থাকেন।”

বিতর্কিত মন্তব্যের পর কেটি ল্যামকে নিয়ে দলে ক্ষোভ বাড়ছে। বিরোধীদলীয় নেতা কিয়ার স্টার্মার বলেন, “এটি প্রমাণ করে কনজারভেটিভ পার্টি কতটা নৈতিক ও রাজনৈতিকভাবে নিচে নেমে গেছে।” বহু টোরি এমপিও ব্যক্তিগতভাবে ল্যামের বক্তব্যের সমালোচনা করেছেন এবং নেত্রী ব্যাডেনকের হস্তক্ষেপে বিভ্রান্তি অবশেষে কিছুটা কাটলেও, দলটির অভ্যন্তরীণ অবস্থান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে দুই সন্তানের বেশি চাইল্ড বেনিফিট সীমা বাতিলের প্রস্তাব

৩৭ হাজার ফুট উচ্চতায় নগ্ন হয়ে উদ্দাম নেচে গ্রেপ্তার ব্রিটিশ এয়ারওয়েজের কর্মী

বিলেতে বাড়ি কেনাবেচাঃ  যেসব কারণে মর্গেজ অ্যাপলিকেশন রিফিউজ হয়