6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

কেয়ার ওয়ার্কার ভিসা প্রত্যাশীদের ব্যাপারে আসছে নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ওয়ার্ক পারমিট ভিসার উপর লিমিট নির্ধারণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। বিদেশি স্বাস্থ্যকর্মী হিসাবে শুধুমাত্র একজন আত্মীয়কে আনার ব্যাপারে অনুমতি বা প্রাধান্য দিতে চায় কনজারভেটিভ সরকার। বিশ্লেষকদের মতে স্বাস্থ্যকর্মীদের ঘাটতি রয়েছে ইউকেতে এবং অনেকেই পেশা পরিবর্তনে আগ্রহী। এই মূহুর্তে এই সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে।
খবরে জানা যায়, বিভিন্ন কনজারভেটিভ সরকারের মন্ত্রীরা শর্টেজ অকুপেশন লিস্ট হতে স্বাস্থ্যকর্মী পেশাকে সরানোর জন্য মতামত জানিয়েছেন। যদি শর্টেজ অকুপেশন লিস্ট হতে এই পেশা সরানো হয় তাহলে স্বাস্থ্যকর্মী সংকট মোকাবেলায় নতুন চাপে পড়তে পারে সরকার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য যে, বিদেশী শ্রমিক ভিসার জন্য ন্যূনতম বেতনের প্রয়োজনীয়তা ২৬,২০০ পাউন্ড থেকে বাড়িয়ে ৩১,০০০ পাউন্ড করার সিদ্ধান্ত নিতে পারে সরকার। বিদেশি শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি বাড়ানোর প্রস্তাবও আগামী বৃহস্পতিবারের ভিতরে আসবে বলে জানিয়েছেন সরকারের একজন মুখপাত্র।
এম.কে
২২ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

প্রবাসে না গিয়ে দেশেই উন্নতি করতে চান সিলেটের এই তরুণরা

অনলাইন ডেস্ক

সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শতাধিক অভিবাসী নিহত

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শুরু হলো ই-পাসপোর্ট কার্যক্রম