TV3 BANGLA
Uncategorized

কেরালায় এয়ার ইন্ডিয়ার প্লেন বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৬

বিধ্বস্ত প্লেনটি। ছবি সূত্র: এনডিটিভি

ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস প্লেন। ১৮৪ জন যাত্রী ও ৭ জন ক্রুসহ দুবাই ফেরত ফ্লাইটটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে দুই টুকরো হয়ে যায়।

এতে পাইলটসসহ ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২৩ জন। এর মধ্যে ১৫ অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় রাত ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি, হিন্দুস্তান টাইমস-সহ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

ভারী বৃষ্টিপাতের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ চলছে। এতে অংশ নেয় জরুরি সেবাদানকারী বাহিনীর সদস্যরা।

বিধ্বস্ত প্লেনটি। ছবি সূত্র: এনডিটিভি

ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি দুবাই থেকে করোনা মহামারিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ফিরছিল। এসময় সেটিতে ১০ শিশুসহ মোট ১৮৪ জন যাত্রী, পাঁচ কেবিন ক্রু এবং দু’জন পাইলট ছিলেন।

দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে শোক ও সমবেদনা জানিয়েছেন।

৭ আগস্ট ২০২০

আরো পড়ুন

A photo changed the politics of Malaysia! যে ছবি নাড়িয়ে দিয়েছিল মালয়শিয়ার রাজনীতি

ইসরায়েল-আমিরাতের ঐতিহাসিক ফ্লাইট

অনলাইন ডেস্ক

More International Students Than Ever Now Study in Canada