সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি প্রদর্শনী চলছে, যেখানে ইসলামিক ক্যালিগ্রাফি এবং অলঙ্করণের বৈচিত্র্য তুলে ধরে পবিত্র কোরআনের ৪২টি বিরল কপি প্রদর্শিত হয়েছে।
বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি আয়োজিত এই অনুষ্ঠানটি রিয়াদের আল মুরাবা কোয়ার্টারে আবদুল আজিজ সেন্টারে অবস্থিত প্রতিষ্ঠানটির শাখায় অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানের উদ্বোধন করে গ্রন্থাগারের সুপারভাইজার জেনারেল ফয়সাল আবদুল রহমান বলেছেন, তাদের সংগ্রহে সোনা দিয়ে লেখা অক্ষরের কোরআনসহ বিরল সব কোরআনের কপি রয়েছে।
বিরল ছবি, ক্ষুদ্র চিত্র এবং পুরনো পাণ্ডুলিপিসহ ইসলামিক এবং আরব সংস্কৃতিগুলো গত ৪০ বছর ধরে সাধারণ মানুষের সামনে তুলে আনছে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি।
সূত্রঃ গালফ নিউজ
এম.কে
১৮ মার্চ ২০২৪