4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

কোরান পোড়ানোর অভিযোগে দুই ব্যক্তির বিচার করবে সুইডেন

গত বছর ইসলামের প্রধান ধর্মগ্রন্থ কোরান পোড়ানোর ঘটনায় দায়ী দুই অভিবাসীর বিচার করবে বলে জানিয়েছে সুইডেন৷ ২৮ আগস্ট সুইডিশ প্রসিকিউটরেরা বলেছেন, গত বছর চারটি ঘটনায় কোরান পোড়ানোর অভিযোগে দুই জনকে বিচারের মুখোমুখি করা হবে৷

২০২৩ সালে সুইডেনে কোরান পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বে ক্ষোভের জন্ম দিয়েছিল৷ এমনকি সুইডেনে জিহাদি আক্রমণের শঙ্কা তৈরি হয়েছিল৷

সুইডিশ প্রসিকিউশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই ব্যক্তি মসজিদের বাইরে এবং অন্যান্য পাবলিক স্থানে ইসলামের পবিত্র গ্রন্থ পোড়ানোর চারটি ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অপরাধ করেছে৷

কোরান পোড়ানোর ফলে সুইডেনের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা দেশজুড়ে সন্ত্রাসবাদের সতর্কতা জারি করেছিল৷ প্রতিবেশী ডেনমার্কেও কোরান পোড়ানোর ঘটনা ঘটেছিল৷ এমন কার্যকলাপ আইন বহির্ভূত হিসাবে চিহ্নিত করতে ডেনমার্ক তাদের আইনেও সংস্কার করেছে৷

সুইডেনের সিনিয়র প্রসিকিউটর আনা হাঙ্কিও এক বিবৃতিতে বলেন, ‘‘চারটি অনুষ্ঠানে বিবৃতি দেয়া এবং কোরান পোড়ানোর মাধ্যমে মুসলমানদের প্রতি অবমাননার অভিযোগে এই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে৷’’

বিশ্ব মুসলিম সমাজ এ ঘটনাকে কোরানের অপবিত্রতা ও অবমাননা হিসাবে নিয়েছে৷ কারণ, তারা বিশ্বাস করেন এটি সৃষ্টিকর্তার মাধ্যমে পৃথিবীতে এসেছে৷

হাঙ্কিও বলেন, সালওয়ান মোমিকা এবং সালওয়ান নাজেম নামে দুই ব্যক্তির বিরুদ্ধে কোরান পোড়ানোর অভিযোগের প্রমাণ হিসাবে ভিডিও রেকর্ডিং আছে৷

২৮ আগস্ট নাজেমের আইনজীবী মার্ক সাফারিয়ান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নাজেম মনে করেন না তিনি কোনো অন্যায় করেছেন৷

মোমিকার আইনজীবীকে অনুরোধ করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি৷

ইরাক থেকে আসা শরণার্থী মোমিকা বলেছিলেন, তিনি ইসলামী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং এর পবিত্র গ্রন্থ নিষিদ্ধ করতে চেয়েছিলেন৷

সুইডেনের মাইগ্রেশন এজেন্সি জানিয়েছে, তারা মোমিকাকে তার বসবাসের আবেদনে মিথ্যা তথ্য দেয়ার কারণে ডিপোর্ট করতে চেয়েছিল৷ কিন্তু ডিপোর্ট আদেশটি কার্যকর করা যায়নি, কারণ তার নিজ দেশে নির্যাতিত হওয়ার ঝুঁকি রয়েছে৷

সমালোচকরা বলছেন, সুইডেন এবং ডেনমার্ক হলো বিশ্বের সবচেয়ে উদারপন্থী দুটি দেশ৷ ফলে, কোরান পোড়ানোকে আইনের মাধ্যমে সুরক্ষিত বাকস্বাধীনতার একটি রূপ হিসাবে বিবেচনা করা উচিত৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
৩১ আগস্ট ২০২৪

আরো পড়ুন

বিশাল বিশাল অট্টালিকার ভারে তলিয়ে যাচ্ছে নিউইয়র্ক

মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা ঘোষণা

অভিবাসন প্রত্যাশীদের আলবেনিয়ায় পাঠাবে ইটালি