8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

কোরিয়ায় ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা, যুবকের সাজা

দক্ষিণ কোরিয়ায় ইচ্ছাকৃতভাবে ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর অভিযোগে এক যুবক দোষী সাব্যস্ত হয়েছেন। দেশটির আদালত তাকে এক বছরের স্থগিত সাজা দিয়েছে। খবর বিবিসি।

দক্ষিণ কোরিয়ায় ১৮ বছর বা তার বেশি বয়সী শারীরিকভাবে সক্ষম পুরুষদের জন্য অন্তত ১৮ মাসের সামরিক সেবা বাধ্যতামূলক। তবে ২৬ বছর বয়সী ওই ব্যক্তি স্বাস্থ্য পরীক্ষার আগে অতিরিক্ত খাওয়ার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ওজন বাড়ান।

ওজন বাড়িয়ে স্থূল হিসেবে চিহ্নিত হওয়ায় তাকে সামরিক বাহিনীর পরিবর্তে একটি সরকারি সংস্থায় কাজ করার অনুমতি দেওয়া হয়।

‘কোরিয়া হেরাল্ড’ জানিয়েছে, অভিযুক্তের এই পরিকল্পনায় তার এক বন্ধুও সহযোগিতা করেন। আদালত ওই বন্ধুকে ছয় মাসের স্থগিত সাজা দিয়েছে।

প্রাথমিক পরীক্ষায় অভিযুক্ত সামরিক দায়িত্ব পালনের জন্য উপযুক্ত ছিলেন। কিন্তু গত বছরের চূড়ান্ত পরীক্ষায় তার ওজন ১০২ কেজি ছাড়িয়ে যায়। এতে তিনি অত্যধিক স্থূল হিসেবে বিবেচিত হন।

অভিযুক্তের বন্ধু বলেছেন, তিনি কখনো ভাবেননি তার পরামর্শে এভাবে ওজন বাড়ানো হবে।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৭ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

মিসরের স্কুলে নিষিদ্ধ হল নেকাব, হিজাবেও বাধ্য করা যাবে না

শিগগিরই কল-মেসেজ চালু করছে টুইটার

টার্মিনেটর হতে অবসরের ঘোষণা আর্নল্ড শোয়ার্জনেগারের

নিউজ ডেস্ক