4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

কোলচেস্টার চিড়িয়াখানায় দারাকে দেখতে এসেছিলেন কিং চার্লস

কিং চার্লস কোলচেস্টার শহরের চিড়িয়াখানায় গিয়েছিলেন রানী ক্যামিলাকে নিয়ে। কোলচেস্টার শহরের চিড়িয়াখানায় এসেছে নতুন একটা শিশু গণ্ডার, দারা নামের গণ্ডারকে স্বাগত জানাতে গিয়েছিলেন কিং চার্লস ও রাণী ক্যামিলা। কিন্তু কোলচেস্টারে দুয়ো ধ্বনি দিয়ে স্বাগত জানায় স্থানীয় জনগণ।
জনগণের ভাষায় ছিল তুচ্ছতাচ্ছিল্যতা। তারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল যাতে লেখা, “তুমি আমাদের রাজা নও, তুমি অর্থ অপচয়কারী যে স্বৈরাচারী মনোভাবাপন্ন “। পুলিশ ঘিরে রাখে উগ্রপন্থী পাবলিকদের। পাবলিকেরা কেনো এতো ক্ষ্যাপা ছিল সেটা নিয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায় নাই।
কিং চার্লস কোলচেস্টার ক্যাসেলের মাঠের গেট দিয়ে যাওয়ার আগে পাবলিকের উদ্দেশ্যে হাত নাড়াতেও দেখা যায়। এইসময় পুলিশ অফিসারদের অতি ব্যতিব্যস্ত থাকতে দেখা যায় পাবলিকের ভীড় সামলাতে।
কিং চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলাকে ক্যাসেলের মাঠের ভিতরে  স্কুল শিক্ষার্থীরাও হাতের পতাকা নাড়িয়ে স্বাগত জানায়। একজনের হাতের প্ল্যাকার্ডে “বেস্ট কিং” লেখা পতাকা শোভা পাচ্ছিল।
কোলচেস্টার ক্যাসেলের মাঠের ভিতরে স্থানীয় বিভিন্ন সংস্থার কর্তাব্যক্তিরা বিভিন্ন ইতিহাস,ঐতিহ্যে এবং একটি ঐতিহাসিক ফুলদানি রাজাকে প্রদর্শন করান।
এরপর রাজা ক্যাসেলের বাইরে চিড়িয়াখানায় নতুন সংযোজন একটি শিশু গণ্ডারের ছবি উন্মোচন করেন। তিনি দারাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কিছুক্ষণ পরেই কিং চার্লস অনুষ্ঠানস্থল হতে বিদায় নেন তখন বিউগলে সুর বাজছিল “গড সেইভ দ্যা কিং”।
কোলচেস্টারের মেয়র টিম ইয়ং বলেন, ” আজ কোলচেস্টারের জন্য স্মরণীয় এক দিন। কিং চার্লস চিড়িয়াখানায় দারাকে দেখতে এসেছিলেন। কোলচেস্টারবাসী খুবই আনন্দিত। “
কোলচেস্টার চিড়িয়াখানার সংরক্ষক ও শিক্ষা ব্যবস্থাপক অ্যান্ডি মুর বলেছেন, দারা নামের অর্থ সুন্দরী। কিং চার্লস চিড়িয়াখানায় এসেছেন কোলচেস্টারবাসী স্বাগত জানিয়েছে। আমরা সকলে খুব আনন্দিত।
এম.কে
০৮ মার্চ ২০২৩

আরো পড়ুন

১২ হাজার বাংলাদেশি কর্মী নেবে জর্ডান

বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা

ব্রিটেনে অস্থায়ী ভিসায় সন্তান আনার ক্ষেত্রে নতুন শর্ত