5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

22 মিলিয়ন পাউন্ড মূল্যের হেরোইন পাচার করা বাবাকে কারাগারে পাঠানো হয়েছে

ক্যারিয়ার ব্যাগের চালানের মাধ্যমে ২২ মিলিয়ন পাউন্ড মূল্যের হেরোইন পাচার করা আরফান মির্জা(৪২)কে গ্রেফতার করা হয়েছে। আরফান মির্জা দেওয়ালে বিজ্ঞাপন লাগিয়ে হেরোইনের খুচরা ব্যবসা করার পরিকল্পনা করেছিল।
প্লাস্টিকের ক্যারিয়ার ব্যাগে করে ড্রাগ ডেলিভারি করার দায় আরফান মির্জাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৪২ বছর বয়সী আরফান মির্জা পাকিস্তান থেকে ক্লাস-এ ড্রাগ যুক্তরাজ্যে শপিং ব্যাগে খেলার সামগ্রীর সাথে লুকিয়ে নিয়ে আসে।
বার্মিংহামে বসবাসকারী আরফান মির্জা, বার্মিংহাম ক্রাউন কোর্টের রায় অনুযায়ী দোষী সাব্যস্ত হয়। সাত সপ্তাহের বিচারের পরে শুক্রবার তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
২০২০ সালের ফেব্রুয়ারিতে বর্ডার ফোর্স এজেন্সি হিথ্রো বিমানবন্দরে ২০ কিলোর দুটি প্যাকেজ সন্দেহের বশবর্তী হয়ে আটক করলে মির্জা ধরা পড়ে।
ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এর একটি তদন্তে জানা গেছে মির্জা মার্চ ২০১৯ থেকে ৩০টি অনুরূপ চালান আমদানির পিছনে জড়িত ছিল।
 কর্মকর্তারা মির্জার ফোনের ডেটা এবং কুরিয়ার কোম্পানিগুলির ব্যবসার রেকর্ডও তদন্ত করে। মির্জার মোবাইলে হেরোইনের বিশুদ্ধতা পরীক্ষা করার ভিডিও বোর্ডার এজেন্সি খুঁজে পায়।
ওয়াশউড হিথে তার বাড়িতে তল্লাশি করে ক্যারিয়ার ব্যাগের কিছু অংশ পাওয়া গেছে যা হেরোইন প্যাকেজিং কাজে ব্যবহার করার প্রমাণ মিলেছে।
মির্জার মোবাইল ফোন এবং সিম কার্ডগুলিও উদ্ধার করা হয়েছে যেখানে ফোন নম্বরগুলি ড্রাগ চালানের যোগাযোগের বিশদ বিবরণের সাথে লিঙ্ক পাওয়া গিয়েছে।
মির্জা দাবি করেছে, একজন অজানা ব্যক্তি তাকে আশ্বাস দেয় মির্জার জুয়া খেলার ১০০০ পাউন্ড ঋণ সেই ব্যক্তি পরিশোধ করে দিবে যদি মির্জা একটি প্যাকেজ নিজের ঘরের ঠিকানায় আনে।
ন্যাশনাল ক্রাইম এজেন্সির তথ্যমতে মির্জা ২০১৯ মার্চ হতে ২০২০ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট ২২০ কিলো হেরোইন আমদানি করেছে। তার বাজারমূল্য হবে আনুমানিক ২২ মিলিয়ন পাউন্ড।
মির্জাকে ২০২০ সালের ফেব্রুয়ারিতেও যুক্তরাজ্যে অবৈধ পণ্য আমদানির সাথে জড়িত থাকার কারণে  গ্রেপ্তার করা হয়েছিল।
বিচারের সময়,মির্জা অপরাধে তার জড়িত থাকার কথা স্বীকার করে।
সে মাদক সংগ্রহ করার এবং তারপর সরবরাহ চেইনের সাথে জড়িত অন্যদের কাছে পাঠানোর কথাও স্বীকার করে নেয়।
বিচারক হেইডি কুবিক কেসি মির্জাকে যুক্তরাজ্যের মাদক অভিযানের প্রধান হিসেবে দোষী সাব্যস্ত করেন।
এম.কে
১৯ ফেব্রুয়ারি ২০২৩
সূত্র: ইয়াহু নিউজ ইউকে

আরো পড়ুন

চ্যানেল অভিবাসীদের নির্বাসনের আবেদন নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন ঋষি সুনাক

টিকা না পেয়ে ঢাকা মেডিক্যালের সামনে প্রবাসীদের বিক্ষোভ

মধ্যপ্রাচ্যের দুই বন্ধু যখন শত্রুর ভুমিকায়