4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

গাজাবাসীর জন্য ৫০০০ ফ্রি ভিসা দেবে কানাডা

ফিলিস্তিনিদের জন্য কানাডা গমন সহজ করতে ভিসানীতিতে বিশাল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্ক মিলার। তিনি বলেছেন, যে সকল ফিলিস্তিনি কানাডায় বসবাস করছেন তাদের আত্মীয়-স্বজনদের জন্য ভিসার পরিমাণ পাঁচগুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে।

একটি বিশেষ কর্মসূচির আওতায় অটোয়া গাজাবাসীর জন্য ভিসার সংখ্যা বাড়িয়ে ৫ হাজার পর্যন্ত করছে বলে জানিয়েছেন মিলার। মন্ত্রী বলেন, আমরা গাজার অমানবিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। সেখানে বহু মানুষ তাদের প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন। বিশেষ একটি নীতিমালার আওতায় গাজাবাসীর জন্য এই সুবিধা দিওয়ার কথা চিন্তা করছে কানাডা সরকার।

গাজাবাসীদের ভিসা দিতে ফিলিস্তিন সরকারের সঙ্গে কানাডার সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অনুকূলে না হওয়ায় এই মুহূর্তে কোনো পদক্ষেপ বাস্তবায়ন করা কঠিন।

তথ্যমতে জানা যায়, যারা গাজা ত্যাগ করে কানাডায় তার পরিবারের কাছে যেতে চায় তাদের ইসরায়েলের অনুমোদন পত্রের প্রয়োজন। গাজাবাসীর কাছে সে স্থান ত্যাগ করাও বেশ কঠিন। সম্প্রতি ইসরায়েল মিশরের রাফা ক্রসিং দখল নেওয়ায় গাজাবাসীর ভোগান্তি বেড়েছে। তাদেরকে একপ্রকার গাজায় আটকে রেখে তাদের উপর অমানবিক নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এই পরিস্থিতিকে সামনে রেখে কানাডার স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন- যদিও এখন গাজা থেকে বের হওয়া তাদের জন্য সহজ নয়, তবে আমরা এই অবস্থার পরিবর্তন হলেই সেখান থেকে যারা তাদের পরিবারের কাছে আসতে চায় তাদের নিয়ে আসার ব্যবস্থা করব।

কানাডায় পরিবারের কাছে যাওয়ার ক্ষেত্রে মিশর এবং ইসরায়েলের গুরুত্ব অনেক। এ দুদেশের সঙ্গেও যোগাযোগের কথা জানিয়েছে কানাডা।

সূত্রঃ আল জাজিরা

এম.কে
২৮ মে ২০২৪

আরো পড়ুন

চায়না রাষ্ট্রপতির ইউক্রেন যুদ্ধ বন্ধে ভুমিকা নেয়া উচিত বলে মতামত জানিয়েছে ডাউনিং স্ট্রিট

নিউজ ডেস্ক

১১৬ বছরে সুইস ন্যাশনাল ব্যাংকের সর্বোচ্চ লোকসান

ইসরায়েলের হামলা নিয়ে ইরানের ভিন্ন তথ্য