3.4 C
London
January 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভঃ ১২ জন গ্রেপ্তার

ফিলিস্তিনের জনগণের উপর যুদ্ধ বন্ধের প্রস্তাব মেনে নেওয়ার পরও নেক্কারজনক হামলার প্রতিবাদে যুক্তরাজ্যে হাজারো মানুষের ঢল নামে হোয়াইটহলে। মানুষজন পুলিশের ব্যারিকেড ভেঙে ট্রাফালগার স্কোয়ারের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এই অভিযোগে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

হোয়াইটহলে সমাবেশ থেকে মিছিল করার সময় বিক্ষোভের শর্ত লঙ্ঘনের অভিযোগে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ম্যাট পুলিশ।

হাজারো মানুষ গাজায় ইসরায়েলের ১৫ মাসের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিল। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল “ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ কর” এবং “ফিলিস্তিনকে মুক্তি দাও”।

প্রথমদিকে পুলিশ একটি ব্যারিকেড দিয়ে হোয়াইটহল থেকে ট্রাফালগার স্কোয়ারের দিকে মিছিলের পথ রোধ করে। তবে কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে ট্রাফালগার স্কোয়ারের দিকে অগ্রসর হয়।

এক্স-এ পোস্ট করা ফুটেজে দেখা যায়, সাবেক লেবার নেতা জেরেমি করবিন এবং সাবেক শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেল বিক্ষোভকারীদের সঙ্গে ট্রাফালগার স্কোয়ারের দিকে এগিয়ে যাচ্ছেন।

পিএ নিউজ এজেন্সি জানিয়েছে, পুলিশ ট্রাফালগার স্কোয়ারের প্রবেশপথগুলো বন্ধ করে বিক্ষোভ আটকে দেয়।

মেট্রোপলিটন পুলিশ জানায়, “যারা শর্ত লঙ্ঘন করেছে, তাদের ২০ থেকে ৩০ জন এখনও ট্রাফালগার স্কোয়ারে রয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হবে। ”

ব্রিটিশ মুসলিম অ্যাসোসিয়েশন মিছিল আটকানোয় মেট পুলিশের সিদ্ধান্তের সমালোচনা করে একে গণতন্ত্র, সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার উপর “চরম আঘাত” বলে উল্লেখ করেছে।

এর আগে সকালে, সাতজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে চারজনের বিরুদ্ধে জনশৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ এবং দুজনের বিরুদ্ধে বিক্ষোভের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এছাড়াও, নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থনসূচক প্ল্যাকার্ড বহনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।

স্টপ দ্য ওয়ার কোয়ালিশন জানায়, তাদের একজন সদস্য ক্রিস নাইনহ্যাম, যিনি জাতীয় ফিলিস্তিন মিছিলের প্রধান স্টুয়ার্ড, গ্রেপ্তার হয়েছেন। গ্রুপটি দাবি করে, ১০ জন পুলিশ কর্মকর্তা তাকে মিছিল থেকে টেনে মাটিতে ফেলে দেয়।

সমাবেশে অভিনেতা খালিদ আবদাল্লা বলেন, “যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হবে। এটি কতটা স্থায়ী হবে তা সময়ই বলে দেবে। তবে এই গণহত্যা বন্ধের ক্ষণিকের জন্য হলেও উদযাপন করার কারণ রয়েছে।”

শুক্রবার ইসরায়েলি সরকার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে, যা রবিবার হতে কার্যকর হবে বলে সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৯ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

পাসওয়ার্ড শেয়ারিংয়ে চার্য করবে নেটফ্লিক্স

ঋষি সুনাকের দলের ভরাডুবি, এক ধাক্কায় তিনে কনজারভেটিভ

লন্ডনে ভয়ঙ্কর তলোয়ার হামলায় আহত ৫, এক ব্যক্তি গ্রেপ্তার