15.6 C
London
September 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গাজায় ‘বিমান থেকে খাদ্য ফেলার’ পরিকল্পনা করছে যুক্তরাজ্য

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা শহরে ‘বিমান থেকে খাদ্য ফেলার’ পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। সেইসঙ্গে অসুস্থ ও আহত শিশুদের সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাজ্যের পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন।

 

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্টারমার জর্ডানের মতো অংশীদারদের সঙ্গে কাজ করার পরিকল্পনা কীভাবে এগিয়ে নেবে তাও তুলে ধরেন, যাতে চিকিৎসা সহায়তা প্রয়োজন- এমন শিশুদের বিমান থেকে উদ্ধার করা যায় এবং তাদের চিকিৎসার জন্য বিমানে করে সরানো যায়।

বিবৃতিতে বলা হয়েছে, এক ফোনালাপে স্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন- ‘যা ভয়াবহ তা নিয়ে তারা একমত হয়েছেন’।

বিবৃতিত অনুসারে, ‘তারা সকলেই একমত হয়েছেন যে, জরুরিভাবে প্রয়োজনীয় যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী শান্তিতে রূপান্তরিত করার জন্য শক্তিশালী পরিকল্পনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’

এতে আরও বলা হয়, ‘তারা এমন একটি পরিকল্পনায় ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার ইচ্ছা নিয়ে আলোচনা করেছেন, যা এই অঞ্চলে দীর্ঘমেয়াদী সমাধান এবং সুরক্ষার পথ প্রশস্ত করবে।’

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা উপত্যকায় ব্যাপক ইসরায়েলি-সৃষ্ট দুর্ভিক্ষের প্রতি ‘চোখ বুজে থাকার’ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা করার একদিন পর তিন ইউরোপীয় দেশের এই আলোচনার খবর এলো। গুতেরেস এটিকে ‘বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ করে- এমন একটি নৈতিক সংকট’ বলে অভিহিত করেছেন।

এম.কে
২৭ জুলাই ২০২৫

আরো পড়ুন

এনএইচএসকে সহায়তায় লন্ডনে ২০০ সেনা সদস্য

অনলাইন ডেস্ক

‘মন্ত্রীসভায় ইসলামফোবিয়ার স্থান নেই’: গনির পক্ষে মন্ত্রীরা

বেনিফিট কমে যাওয়ায় ফুড ব্যাংকের দ্বারস্থ ৮ সন্তানের জননী

অনলাইন ডেস্ক