16.2 C
London
October 8, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

গাড়িতে গতি নির্ধারক যন্ত্র ব্যবহার বাধ্যতামূলক হতে পারে ব্রিটেনে

ব্রিটিশ গাড়ি চালকদের নতুন প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গ করা বন্ধ করা যেতে পারে বলে জানান বার্মিংহ্যাম লাইভের কন্টেন্ট এডিটর জেমস রজার।

 

ইন্টেলিজেন্ট স্পিড অ্যাসিস্টেন্স (আইএসএ), যা গতি নির্ধারণ করতে জিপিএস ট্র্যাকিং ব্যবহার করে, এটি চালু করা যেতে পারে। তবে এএ-এর প্রেসিডেন্ট এডমন্ড কিং বলেন, গতি সীমা পরিবর্তিত হলে এবং গ্যাজেটগুলো ম্যাচ করার জন্য আপডেট না হলে রাস্তায় বিশৃঙ্খলার সৃষ্টি হবে।

 

গাড়ি নির্মাতাদের একটি অনেকেই ইতোমধ্যেই প্রযুক্তি ব্যবহার করছে। উদাহরণস্বরূপ, বিএমডাব্লিউ গাড়িতে, ড্রাইভাররা ৮০ মাইল প্রতি ঘণ্টা গতির সতর্কতা সেট করতে পারে।

 

তিনি আরো বলেন: ‘আপনি যদি ডিজিটাল সিস্টেমে ভুল গতির সীমা পেয়ে থাকেন তবে এটি আপনাকে ভুল গতিকে ধীর করে দিতে পারে বা আপনাকে গতিকে এগিয়ে নিয়ে যাবে।’

 

১৭ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

ইংলিশ চ্যানেল পাড়ি ঠেকাতে যুক্তরাজ্য-ফ্রান্স ‘একজন আসবে, একজন যাবে’ চুক্তির পথে

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের অজানা ইতিহাস উন্মোচনঃ ন্যাশনাল আর্কাইভসে প্রদর্শনী

ভূমিকম্প মোকাবেলায় কি প্রস্তুত বাংলাদেশ?

নিউজ ডেস্ক