5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আরো

গোসল না করায় ডিভোর্স চাইলেন নারী

দীর্ঘদিন ধরে গোসল না করার কারণে স্বামীর কাছ থেকে ডিভোর্স চাইলেন এক নারী। গোসল না করার কারণে স্বামী গায়ে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এমন অভিযোগেই বিবাহ বিচ্ছেদ চান ওই নারী। আদালত তার আবেদন মঞ্জুর করেছে। এই ঘটনা ঘটেছে তুরস্কের রাজধানী আঙ্কারায়।

খবরে বলা হয়েছে, স্বামীর নোংরা জীবনযাপনের জন্য দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ আঙ্কারার বাসিন্দা ওই নারী। এই ধরনের জীবনযাপন না করার জন্য দিয়েছিলেন একাধিকবার পরামর্শ। কিন্তু তার কোনও কথায় কর্ণপাত করেননি স্বামী। নোংরা জীবনযাপনের জন্য এরপরেই বিবাহ বিচ্ছেদের মনস্থির করেন ওই নারী।

সম্প্রতি স্বামীর নোংরা জীবনযাপনের অভিযোগ করে রাজধানী আঙ্কার একটি আদালতে পিটিশন দাখিল করেছিলেন স্ত্রী। পিটিশনে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন। তার অভিযোগ, স্বামী কখনও গোসল করেন না,মাজেন না দাঁত। সপ্তাহের পাঁচ দিন একই পোশাক পরে থাকেন। দুর্গন্ধে তার আশপাশে যাওয়া যায় না বলে অভিযোগ করেন তিনি।

কয়েকদিন আগে সেই মামলার হয়েছিল শুনানি। দুই পক্ষের সওয়াল জবাবের পর নারীর বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক। নোংরা জীবনযাপনের জন্য ওই ব্যক্তিকে ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়। সেই অর্থ ক্ষতিপূরণ হিসেবে স্ত্রীকে দেওয়ার জন্য নির্দেশ দেয় আদালত।

সূত্রঃ আনাদোলু নিউজ

এম.কে
০৮ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

মদ্যপ অবস্থায় ড্রাইভিংয়ের কারণে ড্রাইভারের ৩ বছরের কারাদণ্ড

মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন ইসলাম গ্রহণকারী ইউটিউবার দাউদ কিম

নিউজ ডেস্ক

রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত