গ্রিনল্যান্ড দখলের হুমকি ও আন্তর্জাতিক আইন উপেক্ষার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার আহ্বান উঠেছে ব্রিটিশ পার্লামেন্টে। কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাট দলের দুই সংসদ সদস্য যুক্তরাষ্ট্রে আয়োজিত আসন্ন ফিফা বিশ্বকাপ বর্জনের দাবি জানিয়েছেন।
কনজারভেটিভ এমপি মিস্টার সাইমন হোয়ার এবং লিবারেল ডেমোক্র্যাট এমপি মিস্টার লুক টেইলর বলেন, প্রতিবাদ হিসেবে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের পাশাপাশি ওয়েলস বা নর্দার্ন আয়ারল্যান্ড যোগ্যতা অর্জন করলে তাদেরও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো উচিত। তাদের মতে, এটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শক্ত রাজনৈতিক বার্তা দেবে।
আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ট্রাম্প এই টুর্নামেন্টের প্রস্তুতিতে সক্রিয়ভাবে জড়িত থাকায় এমপিরা মনে করছেন, বিশ্বকাপ বর্জন করলে তা সরাসরি প্রেসিডেন্টের জন্য বিব্রতকর হবে।
হাউস অব কমন্সে বক্তব্য রাখতে গিয়ে মিস্টার হোয়ার বলেন, কূটনৈতিক চ্যানেলে প্রতিক্রিয়া জানানো হলেও ট্রাম্প তা গুরুত্ব দিচ্ছেন না।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্র্যাম্প অহংকারী—তাই তাকে চাপে ফেলতে হলে ‘আগুনে আগুনে লড়াই’ প্রয়োজন। তিনি আরও প্রস্তাব দেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে নির্ধারিত রাজা চার্লসের রাষ্ট্রীয় সফর বাতিলের বিষয়টিও বিবেচনায় নেওয়া যেতে পারে।
এমপি মিস্টার লুক টেইলর ট্রাম্পকে ‘অযৌক্তিক ও অনির্ভরযোগ্য’ আখ্যা দিয়ে বলেন, তিনি আন্তর্জাতিক আইন মানেন না এবং কেবল নিজের অহংকারেই সাড়া দেন। তার মতে, বিশ্বকাপ বর্জন ও রাষ্ট্রীয় সফর বাতিলের মতো সিদ্ধান্তই ট্রাম্পকে বার্তা দিতে পারে যে তার কর্মকাণ্ডের আন্তর্জাতিক পরিণতি রয়েছে।
এই বিতর্কের মধ্যেই ট্রাম্প ঘোষণা দিয়েছেন, গ্রিনল্যান্ড পরিকল্পনার বিরোধিতার জেরে যুক্তরাজ্য ও ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপে তিনি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এতে ব্রিটেন-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও চাপে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ইয়েভেট কুপার এমপিদের প্রস্তাবের জবাবে বলেন, সংঘাত নয় বরং সম্পৃক্ততাই সরকারের কৌশল। তার ভাষায়, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কূটনৈতিক উদ্যোগের ফলেই যুক্তরাষ্ট্র শুল্কনীতি ও ইউক্রেন ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছে এবং যুক্তরাজ্যে বিপুল প্রযুক্তি বিনিয়োগ এসেছে।
বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। প্রায় তিন দশক পর স্কটল্যান্ড বিশ্বকাপে মাঠে নামবে ১৪ জুন। থমাস টুখেলের অধীনে ইংল্যান্ড দল ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। স্কটল্যান্ডের ম্যাচগুলো হবে ম্যাসাচুসেটস ও ফ্লোরিডায়, আর ইংল্যান্ড খেলবে টেক্সাস, ম্যাসাচুসেটস ও নিউ জার্সিতে।
সূত্রঃ এল বি সি
এম.কে

