TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গ্রেটার ম্যানচেস্টারে তুষার ও তীব্র শীত: মাইনাস ১০°C পর্যন্ত নামতে পারে যুক্তরাজ্যের তাপমাত্রা

যুক্তরাজ্যজুড়ে তাপমাত্রা দ্রুত নিচে নেমে সবচেয়ে ঠাণ্ডা পরিস্থিতি তৈরি হয়েছে। মেট অফিস জানিয়েছে, সপ্তাহের মাঝামাঝি থেকে আরও তীব্র শীত, বরফ ও তুষারপাতের আশঙ্কা রয়েছে। এসব কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সমালোচনামূলক আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে, যা বৃহস্পতিবার রাতে তুলে নেওয়া হতে পারে।

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি ইংল্যান্ডজুড়ে অ্যাম্বার ও ইয়েলো শীত সতর্কতা দিয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত এ সতর্কতা বহাল থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, বৃহস্পতিবার রাত হবে সবচেয়ে ঠাণ্ডা—দেশের কিছু এলাকায় তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ১০°C পর্যন্ত। গ্রেটার ম্যানচেস্টারে সর্বনিম্ন তাপমাত্রা ধরা হচ্ছে মাইনাস ৩°C, আর অনুভূত তাপমাত্রা হতে পারে মাইনাস ৭°C।

মেট অফিস জানিয়েছে, বুধবার থেকে দেশজুড়ে আর্কটিক বায়ুমণ্ডলের প্রভাবে ঠাণ্ডা আরও তীব্র হবে। উত্তরের প্রবল ঠাণ্ডা বাতাস তাপমাত্রা আরও কম অনুভূত করাবে। ডেপুটি চিফ ফোরকাস্টার টম ক্র্যাবট্রি জানান, বুধবার থেকে শুক্রবার হবে সপ্তাহের সবচেয়ে ঠাণ্ডা সময়, তাই একাধিক সতর্কতা জারি করা হয়েছে। তার ভাষায়, “রাতের দিকে তাপমাত্রা মাইনাস ১০ পর্যন্ত নামতে পারে, প্রবল বাতাসের কারণে শরীরে আরও ঠাণ্ডা লাগবে।”

তিনি আরও জানান, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে উত্তরের দিক থেকে শীতল তুষারপাত দক্ষিণে নেমে আসতে পারে। উত্তরমুখী উপকূলীয় এলাকায় ২–৫ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমার সম্ভাবনা রয়েছে। উত্তর আয়ারল্যান্ড, উত্তর-পূর্ব ইংল্যান্ড ও স্কটল্যান্ডের পাহাড়ি এলাকাগুলোতে ৫–১০ সেন্টিমিটার এবং উচ্চতর স্থানে ১৫–২০ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে পারে।

দিনের বেলায় অনেক এলাকায় রোদ দেখা গেলেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে যথেষ্ট নিচে। সন্ধ্যার পর ব্যাপক তুষারপাত ও হিমশীতল অবস্থা তৈরি হতে পারে। বছরের প্রথম বড় শীতপ্রবাহের কারণে যেকোনো সময় সতর্কতায় পরিবর্তন আসতে পারে, তাই নাগরিকদের নিয়মিত আপডেট দেখতে বলা হয়েছে।

এদিকে গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বরোতে তিন দিনের পূর্বাভাসে দেখা গেছে—বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সর্বোচ্চ ৪°C-এর বেশি উঠবে না তাপমাত্রা। বেশিরভাগ বরোতে রাতে তাপমাত্রা নামবে –২°C থেকে –৪°C-এর মধ্যে, আর অনুভূত তাপমাত্রা থাকবে –৭°C থেকে –১°C।

ম্যানচেস্টার, স্যালফোর্ড, ট্র্যাফোর্ড, উইগানসহ বেশিরভাগ এলাকায় দিনভর হালকা মেঘলা থেকে রোদ দেখা যেতে পারে। তবে ওল্ডহাম, রোচডেল এবং টেমসাইডে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হতে পারে। বৃহস্পতিবার হবে সবচেয়ে শুষ্ক ও পরিষ্কার দিন, তবে রাতের দিকে তাপমাত্রা দ্রুত নেমে যাবে। শুক্রবার দুপুরের দিকে কিছু এলাকায় হালকা মেঘলা দেখা দিলেও সামগ্রিকভাবে আবহাওয়া থাকবে পরিষ্কার কিন্তু কনকনে ঠাণ্ডা।

প্রবল ঠাণ্ডা ও তুষারপাতের সম্ভাবনায় পরিবহন ব্যবস্থা, সড়ক চলাচল এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বেড়েছে। মেট অফিস সবাইকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে, উষ্ণ পোশাক পরতে এবং জরুরি তথ্য নিয়মিত অনুসরণ করতে পরামর্শ দিয়েছে।

সূত্রঃ ম্যানচেস্টার ইভিনিং নিউজ

এম.কে

আরো পড়ুন

মুসলমানদের নিরাপত্তা জোরদারে যুক্তরাজ্যে ১৪ কোটি টাকার তহবিল ঘোষণা

এক বছরে এনার্জি বিল ৪ হাজার পাউন্ডের বেশি বাড়তে যাচ্ছে!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে বাজেট ঘাটতি, অভিবাসন সংকট ও ট্রাম্পের সফর—স্টারমারের সামনে কঠিন পরীক্ষা