TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

গ্রেফতার হতে যাচ্ছেন ট্র‍্যাম্প

ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির চলমান তদন্তের মধ্যেই আগামী মঙ্গলবার নাগাদ গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি সম্ভাব্য এ গ্রেফতারের আগে নিজের সমর্থকদের বিক্ষোভ প্রদর্শনের অনুরোধও জানিয়েছেন তিনি। তবে, কেনো এমন আশঙ্কা করছেন সে ব্যাপারে এখনও বিস্তারিত কিছুই বলেননি ট্রাম্প।

শনিবার পোস্ট করা এক টুইটে এমন আশঙ্কার কথা জানান যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্ট।

ট্রাম্প সরাসরি কিছু না বললেও তার লিগ্যাল টিমের ধারণা, ট্রাম্প কারাগারে যেতে পারেন বলে আশঙ্কা করছেন। খুব শীঘ্রই ম্যানহ্যাটনে ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলার শুনানিতে তার সশরীরে উপস্থিত থাকার কথা। সেখানে ট্রাম্প একটি ভাষণ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের একটি ঘনিষ্ট সূত্রে জানা গেছে, ট্রাম্প মনে করেন যে তাকে জেলে দেয়া হবে। কারণ, তিনি মনে করেন যে ম্যানহ্যাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ ট্রাম্পকে অপছন্দ করেন।

জানা গেছে, ট্রাম্পের অ্যাটর্নিরা তাকে বিক্ষোভের ডাক না দেয়ার পরামর্শ দিয়েছেন। তাদের ধারণা, এবার বিক্ষোভ হলে ক্যাপিটল হিলের চেয়েও খারাপ পরিস্থিতি হবে ম্যানহ্যাটনে।

আরো পড়ুন

ভারতে ভোটের মাঠে জোটের খেলা, কে যাচ্ছে ক্ষমতায়?

এপ্রিলে বাড়ছে যুক্তরাজ্যের চাইল্ড বেনিফিট ও ইউনিভার্সাল ক্রেডিট

অনলাইন ডেস্ক

এক বছরে তৃতীয় দেশের নাগরিকদের ২৮ হাজার ওয়ার্ক পারমিট দিয়েছে মাল্টা