6.4 C
London
January 27, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

চাইলেই সঙ্গীকে ‘নেওয়া যাবে না’ কানাডায়

শিক্ষার্থী ও শ্রমিকদের পরিবারের সদস্যদের জন্য আরও কঠিন হচ্ছে কানাডায় যাওয়ার যোগ্যতার মানদণ্ড।

আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে ‘ফ্যামিলি ওপেন ওয়ার্ক পারমিট (এফডব্লিউওপি) প্রোগ্রামে’ আনা পরিবর্তনগুলো কার্যকর হবে, যার ফলে পরিবারের সদস্য, বিশেষকরে সঙ্গীকে কানাডায় নিয়ে যেতে হলে ‘বেশ কিছু যোগ্যতার’ প্রমাণ দিতে হবে আবেদনকারীকে।

নতুন নিয়মে যেসব পরিবর্তন আসছে:

যেসব শিক্ষার্থী স্নাতকোত্তর প্রোগ্রামে কানাডায় গিয়েছে তারা সঙ্গীকে নিয়ে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন, যদি তার শিক্ষাকালের মেয়াদ ১৬ মাস বা তার বেশি হয়।

এছাড়া পিএইচডি এবং নির্দিষ্ট কিছু পেশাজীবীদের জন্যও একই নিয়ম। যার অর্থ তারাও সঙ্গীর জন্য ওপেন ওয়ার্ক পারমিট বা উন্মুক্ত কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন শর্ত পূরণ সাপেক্ষে।

যারা ‘টিইইআর জিরো বা ওয়ান’ পেশায় কর্মরত, অথবা নির্দিষ্ট টিইইআর টু বা থ্রি পেশায় আছেন, অর্থ্যাৎ যেখানে শ্রমিক সংকট রয়েছে, যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা, এবং নির্মাণ খাতের বিদেশি কর্মীর সঙ্গীর জন্য যোগ্যতা সীমিত করা হয়েছে।

কাজের ভিসায় কানাডায় অবস্থানরত প্রবাসীকে তার সঙ্গীর জন্য উন্মুক্ত কাজের ভিসার আবেদন করতে হলে অবশ্যই তার নিজের ভিসার মেয়াদ ১৬ মাস বাকি থাকতে হবে। যার অর্থ, মূল আবেদনকারীর ভিসার মেয়াদ যদি ১৬ মাসের কম বাকি থাকে সেক্ষেত্রে তারা সঙ্গীর জন্য আবেদন করার যোগ্যতা হারাবেন।

সংশোধিত নীতিমালায় উন্মুক্ত কাজের ভিসার আবেদনের অধীনে ১৮ বছরের কম বয়সী শিশুদের নেওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে কানাডায় বাবা মা থাকলেও উন্মুক্ত কাজের ভিসার অধীনে শিশুকে নিজেদের কাছে নিয়ে যাওয়ার পথ বন্ধ।

আগের নিয়মে মেয়াদ শেষের আগে যেকোনো সময় সঙ্গীর জন্য উন্মুক্ত কাজের ভিসার আবেদন করা যেত, তবে এখন নবায়নের জন্য আবেদন করতে হলে নতুন নীতিমালা পূরণ করতে হবে।

যদি মূল আবেদনকারী তার স্টাডি বা ওয়ার্ক পারমিট নবায়ন করেন এবং সেটি নতুন শর্তাবলী পূরণ করে, কেবল তখনই পরিবারের সদস্যরা উন্মুক্ত কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন।

সঙ্গীর উন্মুক্ত কাজের ভিসার অনুমোদনের জন্য মূল আবেদনকারীকে অবশ্যই নির্দিষ্ট কিছু পেশার সঙ্গে যুক্ত হতে হবে, যে তালিকা মঙ্গলবার প্রকাশ করবে দেশটির সরকার।

অবশ্য মুক্ত বাণিজ্য চুক্তির আওতাধীন কর্মী এবং স্থায়ী বাসিন্দাদের সঙ্গীদের জন্য নতুন আইন প্রযোজ্য হবে না।

যেসব মূল আবেদনকারী উন্মুক্ত কাজের ভিসার আওতায় পরিবারের সদস্যদের দেশটিতে নেওয়ার জন্য যোগ্যতা পূরণ করতে পারছেন না, তারা বিকল্প আবেদন করতে পারবেন। অর্থ্যাৎ তিনি সঙ্গীকে অন্য কোনো ভিসার অধীনে নিয়ে যাওয়ার আবেদন করতে পারবেন।

কানাডার অস্থায়ী বাসিন্দা কর্মসূচি উন্নত করার লক্ষে নতুন এই আইন করা হচ্ছে, যাতে দেশটির অর্থনৈতিক লক্ষ্য এবং শ্রমবাজারের অগ্রাধিকারকে আরও কার্যকর করা যায়।

এম.কে
২৬ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

মণিপুরে নতুন করে সহিংসতায় ৫ জন নিহত, মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইসরাইলকে ‘লাল কার্ড’

মালদ্বীপ থেকে সৈন্যদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারত