2.8 C
London
January 18, 2025
TV3 BANGLA
দক্ষিণ এশিয়া

‘চায়ে গোমূত্র, খাবারে গোবর মিশিয়ে দেবে’: মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি মানুষের অধিকার হরণ করে নিচ্ছে। মানুষ কী খাবে, সেটাও আগামী দিনে বিজেপি ঠিক করে দেবে। যেমন বিজেপি বলবে, সেরকমই খেতে হবে। এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার কোচবিহারের জনসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রধান দাবি করেন, ক্ষমতায় ফিরে এলে সংশোধনী নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) এবং অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেবে বিজেপি সরকার। মানুষ কী খাবেন, সেটাও ঠিক করে দেবে গেরুয়া শিবির।

মমতা বলেন, ‘আপনি কী খাবেন, লিখে দেবে সকালবেলায়। চা খাও, চায়ের সঙ্গে গোমূত্র খাও। আপনি কী খাবেন, লিখে দেবে দুপুরবেলায়। কী খাবে, গোবরের সঙ্গে মিশিয়ে কিছু খাও। সন্ধ্যায় কী খাবেন, সেটাও ওরা ঠিক করে দেবে। রাতে আপনি কত ঘণ্টা ঘুমাবেন, সেটা ওরা ঠিক করে দেবে।’

সোমবার কোচবিহারের সভা থেকে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘আপনারা দেখেছেন কাল বিজেপি ইশতেহারে কী বলেছে? আমি যেটা আগে বলি, পরে সেটা অনেকে বোঝে। যখন আমি আগে বলি, তখন আমায় ভুল বোঝে। ভাবে আমি ঠিক বললাম কিনা।

বিজেপি যদি ক্ষমতায় আসে, আর নাগরিকত্ব আইন পাস করা হয়, তাহলে কারো অধিকার থাকবে না। আদিবাসীদের অধিকার থাকবে না। সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। হিন্দুদেরও থাকবে না। রাজবংশীদেরও থাকবে না।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
১৭ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

রাখাইন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা

আরেক মামলায় গ্রেফতার ইমরান খান