4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

চ্যাটজিপিটি নিষিদ্ধ করল ইতালি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটজিপিটি নিষিদ্ধ করল ইতালি। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ইতালি এমন সিদ্ধান্ত নিলো।
শুক্রবার দেশটির প্রাইভেসি ওয়াচডগ জানায়, ব্যবহারকারীর বয়স যাচাই করতে না পারা এবং তাদের তথ্যের মর্যাদা না বোঝার কারণে অ্যাপটিকে ব্লক করে দেওয়া হয়েছে।
দেশটির তথ্য-সুরক্ষা কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে বৃটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন স্টার্ট-আপ ওপেনএআই’র তৈরি এবং মাইক্রোসফ্ট সমর্থিত চ্যাটজিপিটি নিয়ে গোপনীয়তার উদ্বেগ রয়েছে। তারা ওপেনএআই নিষিদ্ধ এবং তদন্ত কাজ শুরু করেছে।
তারা জানায়, গত ২০ মার্চ অ্যাপটি ব্যবহারকারীর কথোপকথন এবং অর্থ প্রদানের তথ্য জড়িত একটি ডেটা লঙ্ঘনের অভিজ্ঞতা পেয়েছে।
তবে অ্যাপটিকে প্রশিক্ষিত করে তোলার উদ্দেশ্যে ব্যক্তিগত তথ্যের ব্যাপক সংগ্রহ এবং সংরক্ষণের অধিকার দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই বলেও জানায় দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।
অ্যাপটি ব্যবহারকারীদের বয়স যাচাই করতে পারে না, তাই অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও তাদের জন্য অনুপযুক্ত উত্তর প্রদর্শন করে। এ ধরনের উদ্বেগ মোকাবিলায় চ্যাটজিপিটির প্রস্তুতকারী কোম্পানিকে ২০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় ২০ মিলিয়ন ইউরো কিংবা বার্ষিক রাজস্বের ৪ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে বলেও জানিয়েছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে মোদি সফর নিয়ে অখুশি মার্কিন আইনপ্রণেতারা

ফিলিস্তিনের জন্য সাহায্য বন্ধ করেনি স্কটল্যান্ড

টুইটারকে টেক্কা দিতে চায় ইনস্টাগ্রাম