8.2 C
London
April 3, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

জনগণের আমানত নিরাপদ আছে: বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপতি

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে দেশের ব্যাংকব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

 

ভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য খবর প্রচারিত হওয়ার প্রেক্ষিতে রোববার এক জরুরি প্রেস বিজ্ঞপতির মাধ্যমে এই কথা জানায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

 

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক নানা খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে দেশের কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, ভবিষ্যতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

 

১৪ নভেম্বর ২০২২
এনএইচ

আরো পড়ুন

অভিবাসন নীতিতে মতপার্থক্য, ডাচ প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

নেপালকে হারিয়ে সাফের শিরোপা জিতল বাংলাদেশের বাঘিনীরা

পার্টির কথা স্বীকার করে ক্ষমা চাইলেন বরিস জনসন

অনলাইন ডেস্ক