13 C
London
February 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

জমজমের পানি পানে যে নতুন নির্দেশনা দিল সৌদি আরব

পবিত্র কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, পবিত্র এই পানি পানের সময় নিজের মধ্যে শান্ত বোধ রাখতে হবে এবং এই পানি পানের সময় আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে।

আরও বলা হয়েছে, পবিত্র কাবা ও মসজিদে নববীতে যখন কেউ জমজমের পানি করবেন তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন, ডান হাতে পানি পান করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন।

এই পানি পানের সময় খেয়াল রাখতে হবে এটি যেন ছড়িয়ে ছিটিয়ে না পড়ে। এছাড়া জমজমের পানির ট্যাপ ছেড়ে অযু না করতেও অনুরোধ করা হয়েছে।

আর পানি পানের পর কাপ নির্দিষ্ট স্থানে রাখা, ঠেলাঠেলি না করা, ভীড় এড়িয়ে চলা ও ভদ্রতা বজায় রাখার জন্যও মুসল্লিদের অনুরোধ করেছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সূত্রঃ গালফ নিউজ

এম.কে
১৮ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

আবারও বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

শ্রীলঙ্কার নির্বাচনে ঐতিহাসিক ঘটনা, ‘দ্বিতীয় গণনা’ হচ্ছে ভোট

একবার শুক্রাণু দিলেই শিক্ষার্থীরা পাবেন লাখ টাকা