18.5 C
London
July 20, 2025
TV3 BANGLA
Uncategorized

জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন আরব আমিরাতের অবৈধ প্রবাসীরা

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিনা জরিমানায় দেশে ফিরতে পারবেন।

বুধবার (১৮ নভেম্বর) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট অফিস এ তথ্য জানিয়েছে।

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট অফিস জানায়, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ চলতি বছর ৩১ মার্চের মধ্যে শেষ হয়ে গেছে, তারা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।

আমিরাতে অবস্থানরত সব অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের এই সুযোগ নেওয়ার জন্য অনুরোধ করেছে কনস্যুলেট অফিস।

১৮ নভেম্বর ২০২০
এনএইচ

আরো পড়ুন

Accountant Meer Julhas Hossain with TV3 Bangla

36 cities and counties could face lockdown – is YOUR area affected?

Law with N Rahman for EU nationals only