6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আরো

জাপানের বুলেট ট্রেনে সাপ আতঙ্ক, পরিষেবা বিলম্বিত

জাপানের বহুমুখী বুলেট ট্রেনে সামান্য বিলম্ব বিরল ঘটনা বলে ধরে নেয়া হয়। জাপানের বুলেট ট্রেনে অস্বাভাবিক ভাবে সাপ ঢুকে পড়ায় বুলেট ট্রেন পরিষেবাগুলো থামিয়ে দেয়া হয়েছে বলে খবরে জানা যায়।

মঙ্গলবার সন্ধ্যায় একজন বুলেট ট্রেন যাত্রী ৪০-সেন্টিমিটার একটি সাপ সম্পর্কে নিরাপত্তা কর্মীদের সতর্ক করেছিলেন।

নাগোয়া এবং টোকিওর মধ্যে চলাচলকারী একটি ট্রেনে সাপ লুকিয়ে থাকার ঘটনায় ট্রেনটির যাত্রা ১৭ মিনিট বিলম্বিত হয়।

সাপটি বিষাক্ত ছিল কি না বা কিভাবে এটি ট্রেনে এসেছে তা স্পষ্ট নয়। তবে যাত্রীদের মধ্যে কোনো আঘাত বা আতঙ্ক ছিল না। মধ্য জাপান রেলওয়ের একজন মুখপাত্র এএফপিকে এ কথা জানিয়েছেন।

বুলেট ট্রেনের যাত্রীরা ট্রেনে কবুতরসহ ছোট কুকুর, বিড়াল এবং অন্যান্য প্রাণী আনতে পারেন। কিন্তু সাপ আনার অনুমতি নেই। যার ফলে বুনো সাপ কিভাবে ট্রেনে উঠছে তা কল্পনা করাও কঠিন হয়ে পড়েছে বুলেট ট্রেনের কর্তৃপক্ষের।

বুলেট ট্রেনের মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘ট্রেনে সাপ আনার বিরুদ্ধে আমাদের নিয়ম রয়েছে।’ কিন্তু ‘আমরা যাত্রীদের লাগেজ চেক করি না।’

তিনি বলেন, ট্রেনটি মূলত ওসাকা যাওয়াার জন্য নির্ধারিত ছিল, ট্রেনটি প্রায় ১৭ মিনিট দেরি করে। এই ঘটনার পর বুলেট ট্রেনে ইউনিফর্মধারী নিরাপত্তা রক্ষীদের টহল বাড়ানো হয়েছে বলে জানা যায়।

সূত্রঃ এএফপি

এম.কে
১৮ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

‘কবি নজরুলের আদর্শ ও দর্শন সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে’

অনলাইন ডেস্ক

এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা

নববর্ষে আতশবাজিতে আক্রান্ত হয় লাখ লাখ পাখিঃ গবেষণা