9 C
London
December 25, 2024
TV3 BANGLA
ইউরোপ

জার্মানি থেকে অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানোর সংখ্যা বাড়ছে

ইউরোপের দেশ জার্মানি থেকে অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত পাঠানোর সংখ্যা বাড়ছে৷ বার্তা সংস্থা ইপিডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়৷

স্থানীয় সংবাদপত্র নয়ে ওসনাব্র্যুকার সাইটুং-এর বরাত দিয়ে ইপিডি জানায়, চলতি বছর মার্চ পর্যন্ত সময়ে অর্থাৎ প্রথম তিন মাসে মোট চার হাজার ৭৯১ জন আশ্রয়প্রার্থীকে ফেরত পাঠিয়েছে জার্মান সরকার৷

চলতি বছর জার্মানি থেকে অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠানোর এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় এক তৃতীয়াংশ বেশি৷ সংবাদ সংস্থাটি জানায়, গত বছর অর্থাৎ ২০২৩ সালের প্রথম তিন মাসে মোট তিন হাজার ৫৬৬ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছিল জার্মানি৷

অবশ্য ফেরত পাঠানোর বিষয়ে জার্মান সংসদের বাম রাজনীতিবিদেরা উস্মা প্রকাশ করেছেন৷ সংসদ সদস্য ক্লারা ন্যুংগারের মন্তব্য, ‘জার্মান সরকার প্রত্যাবাসনের বাতিকে ভুগছে৷’

নয়ে ওসনাব্র্যুকার সাইটুংকে এই রাজনীতিবিদ বলেন, ‘‘মনে হচ্ছে কর্তৃপক্ষের নৈতিক বাধা হারিয়ে যাচ্ছে৷’’

জানা গেছে, দেশে ফেরত পাঠানোর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে উত্তর মেসিডোনিয়া৷ দেশটির মোট ৪৮৩জন নাগরিককে উল্লেখিত সময়ে ফেরত পাঠানো হয়েছে৷ দ্বিতীয় অবস্থা্নে তুরস্ক৷ উল্লেখিত সময়ে মোট ৪৪৯জন সে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে৷ তাছাড়া তৃতীয় অবস্থানে জর্জিয়া, ৪১৬ জন, চতুর্থ অবস্থানে আফগানিস্তান, ৩৪৫ জন এবং পঞ্চম স্থানে সার্বিয়া ৩১২ জন৷

তবে সবসময়ই যে সরকার প্রত্যাবাসন করতে সমর্থ হচ্ছে বিষয়টি এমন নয়৷ খবরে বলা হয়, চলতি বছরের প্রথম তিন মাসে সরকার পরিকল্পনায় থাকা ৭ হাজার ৪৮ জনকে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে৷

এদের অধিকাংশকেই তাদের ঠিকানায় পাওয়া যায়নি৷ তাছাড়া ফ্লাইট বাতিল এবং বিরল রোগে আক্রান্ত হওয়ার কারণেও অনেককে ফেরত পাঠানোর পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে জানানো হয়৷

সূত্রঃ ইপিডি

এম.কে
২৪ মে ২০২৪

আরো পড়ুন

ইউক্রেনে হামলার শিকার জাহাজের নাবিকদের উদ্ধারের পর পোল্যান্ড নেওয়া হচ্ছে

তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ভারতের কোভিশিল্ডের টিকায় ভ্রমণ পাস দেবে না ইউরোপ