TV3 BANGLA
বাংলাদেশ

জিয়াউল আহসানের জমি-ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

সেনাবাহিনীর অব্যাহতি প্রাপ্ত অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসানের তিনটি ফ্ল্যাট, পাঁচটি বাড়ি এবং ৯৯ দশমিক ৯৩ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এসব ব্যাংক হিসাবে ১ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপ-পরিচালক রেজাউল করিম জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য জানান।

জব্দ ফ্ল্যাট ও বাড়ির মধ্যে মিরপুর ডিওএইচএসের ১ হাজার ৪৬০ ও ২ হাজার ১১০ বর্গফুটের ফ্ল্যাট, ২ হাজার ৬০০ বর্গফুটের উত্তরার ফ্ল্যাট, বরিশালের কোতওয়ালী থানার পৈত্রিক সম্পত্তিতে নির্মিত ৮তলা নতুন বাড়ি, একই জেলার সদর থানায় বাগানবাড়ি, পুকুরসহ বাড়ি ও ১ হাজার ২৭০ বর্গফুটের একতলা পুরাতন বাড়ি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ শতাংশ জমিতে নির্মিত ৮তলা ভবন রয়েছে।

জব্দ ও অবরুদ্ধের আবেদনে বলা হয়, আসামি স্থাবর সম্পদ বিক্রি এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই সম্পত্তি দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি-১৮ মোতাবেক এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ধারা-১৪ মোতাবেক ক্রোক ও অবরুদ্ধ করা প্রয়োজন। এ অবস্থায় আসামি মেজর জেনারেল জিয়াউল আহসানের (বরখাস্ত) নামে অর্জিত বর্ণিত স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধ করার আদেশ দিতে প্রার্থনা করছি। এতে দুর্নীতি দমন কমিশনের অনুমোদন রয়েছে।

এম.কে
২৪ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে রপ্তানির দুয়ার খুলছে বাংলাদেশের

সাবেক কৃষিমন্ত্রী শহীদের দখলে থাকা বনভূমি উদ্ধার

বেক্সিমকো গ্রুপের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ